অনলাইন
সোয়া ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
(২ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৪ অপরাহ্ন

বাতাসে রেললাইনের উপর গাছ উপড়ে পড়ায় প্রায় সোয়া ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু হয়েছে। রেললাইনের উপর থেকে উপড়ে পড়া গাছটি সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে আহাম্মদ বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ঝড়ো বাতাসে একটি গাছ রেললাইনের উপর উপড়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় গাছটি অপসারণ করা হলে রেল যোগাযোগ সচল হয়।
রেল যোগাযোগ বন্ধ হওয়ার পরই ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর এবং দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর স্টেশনে আটকা পড়ে। এরই মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে।