কলকাতা কথকতা
মহেন্দ্র সিং ধোনির কি দেখে মুগ্ধ হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত!
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৪ পূর্বাহ্ন

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ট্রাইসেপ-বাইসেপ দেখে মুগ্ধ হলেন কি ঋতু! নাকি ধোনির চুল কিংবা স্টাইল স্টেটমেন্ট? আসলে এর কোনোটাই নয়। ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি জয়পুর গিয়েছিলেন অম্বরিশ ভট্টাচার্যের সঙ্গে বিজ্ঞাপনী একটা ছবির শুটিংয়ে। মহেন্দ্র সিং ধোনিও ছিলেন ওই দৃশ্যতে। ধোনিকে ছবির সেটে ঝরঝরে বাংলা বলতে দেখে চমৎকৃত হন ঋতুপর্ণা। মুগ্ধতা ওই কারণেই। আর বেশি কিছু ভাবার কারণ নেই। ঋতুপর্ণা ধোনিকে বলেন, তুমি তো খুব সুন্দর বাংলা বলো। ধোনি বলেন, যেটুকু বলি ওইটুকুই। এর বেশি বলতে বললেই ক্লিন বোল্ড হবো। ঋতুপর্ণা ধোনির বাংলা শুনে ততক্ষণে ক্লিন বোল্ড। আসলে ধোনি বাংলা শিখেছেন রেল শহর খড়গপুরে তিনি যখন ছিলেন তখন। ট্রাভেলিং টিকিট এক্সামিনার ছিলেন তিনি। সাউথ ইস্টার্ন রেল এর টিটি ছিলেন ধোনি। তার বাংলা শেখা তখনই। জয়পুরের শুটিংয়ে ধোনি ছিলেন ক্যাজুয়াল ড্রেসে। ঋতুপর্ণা লাল চোলি-লেহেঙ্গায়। পূর্ব ভারতের বিজ্ঞাপনের দুনিয়ায় ধোনির চাহিদা এক নম্বরে। ঋতুপর্ণাও কম যান না।