কলকাতা কথকতা
নতুন জামাকাপড় নয়, মশারি বিলি করবেন তৃণমূল নেতারা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৫ অপরাহ্ন
শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ২০১৭ সালের পর ডেঙ্গুর এই ভয়াবহ চেহারা দেখা যায়নি। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ডেন-থ্রি জাতীয় ডেঙ্গুর ভাইরাস রোধে কেন্দ্রীয় কোনও প্রোটোকল মেলেনি। জনসাধারণের সচেতনতাই ভরসা। আর এই সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ তিয়াত্তর নম্বর ওয়ার্ডের পুর মাতা কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি শনিবার দুর্গাপুজোর মহালয়ার প্রাক্কালে আজ জামাকাপড় নয়, মশারি বিলি করছেন জনসাধারণের উদ্দেশ্যে। সঙ্গে নিয়েছেন পড়শি পুরপিতা প্রবীর মুখোপাধ্যায়কে। থাকবেন তৃণমূলের কালারফুল নেতা মদন মিত্রও। হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকেই মশারি বিলির পরিকল্পনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মশারি বিলির মাধ্যমে সচেতনতা বাড়ানোর একটা প্রয়াসও আছে। প্রকল্প সফল হলে অন্য ওয়ার্ডও এগিয়ে আসবে বলে উদ্যোক্তারা মনে করছেন। মুখ্যমন্ত্রীর অন্যতম ভাই কার্তিক বন্দোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। কার্তিক নিজেও জনহিতকর কাজ করে থাকেন। মুখ্যমন্ত্রীর কার্যত বাড়ি থেকে এই মশারি বিলির উদ্যোগ নেওয়া হওয়ায় উৎসাহ প্রবল। এদিকে এদিন তৃণমূলের কালারফুল নেতা মদন মিত্র সমাজের হ্যাভ নট শিশুদের নিয়ে সিটি সেন্টার টু শপিং মল এ অভিযান করছেন। যাদের পুজো নেই সেই সব ছেলেমেয়েদের হাতে নতুন জামা তুলে দেওয়া হবে। যাদের শপিং মলের অভিজাত পরিকাঠাময় ঢোকার অধিকার নেই, তাদের নিয়ে সিটি সেন্টার টু তে ঢুকবেন মদন মিত্র।