বিনোদন
চুক্তি মেনে বিয়ে
বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
বিয়ের পর নাকি মধুচন্দ্রিমা পর্ব চলে বছর খানেক। কিন্তু তারপর কী প্রেমিক মানুষটি আগ্রহ হারাবেন? ক্লান্তি আসবে এক সময়ের জমজমাট প্রেমে? বিবাহিত অনেকের মনেই এই প্রশ্ন উঁকি দেয়। অনেকে নিরাপত্তাহীনতাতেও ভোগেন। জেনিফার লোপেজ বা বেন অ্যাফ্লেকের মতো তারকারাও যে ব্যতিক্রমী নন, তার প্রমাণ পাওয়া গেল। কিছুদিন হলো বিয়ে করেছেন হলিউডের এই তারকা জুটি। তার আগে সম্পর্কে প্রায় দু’ দশকের বিরতি নিয়েছিলেন দু’জনে। আলাদা আলাদা মানুষকে বেছে নিয়েছিলেন সঙ্গী হিসেবে। তাদের সঙ্গে সংসারও পেতেছেন। কিন্তু তারপর আবার পুরনো সুতোয় টান পড়ায় ২০২১ সালে একে-অপরের কাছে আসেন বেন-জেনি। মাস দু’য়েক আগে গত ১৬ই জুলাই বিয়েও করেন।
বিজ্ঞাপন