ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

আর্থিক মন্দায় বৃটেন

সুদের হার বেড়ে দাঁড়ালো ২.২৫ ভাগ

মানবজমিন ডেস্ক:
২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
mzamin

পণ্যের মূল্যবৃদ্ধি  মোকাবিলায় আরও এক দফা সুদের হার বাড়ানো হয়েছে বৃটেনে। ব্যাংক অব ইংল্যান্ড মনে করছে, এরই মধ্যে   আর্থিক মন্দায় রয়েছে বৃটেন। ফলে নতুন করে ০.৫ ভাগ সুদ বাড়ানো হয়েছে। এর ফলে এখন বৃটেনে সুদের হার শতকরা ২.২৫ ভাগ। ২০০৮ সালের নভেম্বরের পরে এটাই সর্বোচ্চ সুদের হার সেখানে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, সর্বশেষ সুদের হার বৃদ্ধির পক্ষে ব্যাংক অব ইংল্যান্ডের অর্থ বিষয়ক নীতিনির্ধারণী কমিটি ভোট দিয়েছে। এতে সুদের হার ০.৫ ভাগ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন ৫ জন সদস্য। বিরুদ্ধে ভোট দিয়েছেন ৪ জন। এ নিয়ে বৃটেনে একটানা সাত বার সুদের হার বাড়ালো ব্যাংক অব ইংল্যান্ড। সর্বশেষ বৃদ্ধির আগে সুদের শতকরা হার ছিল এক দশমিক ৭৫ ভাগ।

বিজ্ঞাপন
তার সঙ্গে যুক্ত হয়েছে ০.৫ ভাগ। ফলে এখন সুদের হার ২.২৫ ভাগ। ২০০৮ সালে যখন সারা বিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দেয়, তারপর এটাই সর্বোচ্চ হার।  গত ডিসেম্বর থেকে এই সুদের হার ক্রমশ বাড়ছে। চার দশকের মধ্যে তখন থেকেই মুদ্রাস্ফীতি সবচেয়ে খারাপ অবস্থার দিকে ধাবমান। 

ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বৃদ্ধির পাশাপাশি পূর্বাভাস দিয়েছে যে, এরই মধ্যে আর্থিক মন্দা চলেছে বৃটেনের অর্থনীতিতে। তারা আরও বলেছে, এ বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় প্রবৃদ্ধি (জিডিপি) কমে যেতে পারে শতকরা ০.১ ভাগ। এটি হলো এ বছরের তৃতীয় চতুর্ভাগ। এর মধ্যদিয়ে বৃটেনে উৎপাদিত পণ্য এবং সার্ভিসের সার্বিক পরিস্থিতি অনুধাবন করা যায়। এতে বলা হয়, একটি আর্থিক মন্দাকে সংজ্ঞায়িত করা হয় যখন পর পর দুটি চতুর্ভাগে জিডিপি সংকুচিত হয়। এ বছরের দ্বিতীয় চতুর্ভাগে বৃটিশ উৎপাদন কমে গেছে শতকরা ০.১ ভাগ। এর আগে ব্যাংক অব ইংল্যান্ড পূর্বাভাস দিয়েছিল যে, বছরের শেষ তিন মাসে জিডিপি ধীরগতির হতে শুরু করবে। তবে তার আগে জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে জিডিপি বৃদ্ধি পেতে পারে। কিন্তু তারা এখন দেখছেন, অর্থনীতি তারও আগে সংকুচিত হয়েছে।  ব্যাংক অব ইংল্যান্ডের মনিটারি পলিসি কমিটি বলেছে, আগস্টে ভোক্তা মূল্য সূচক (কনজ্যুমার প্রাইস ইনডেক্স বা সিপিআই) যতটা বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল, তার থেকে কিছুটা কম বাড়বে। এর কারণ, সরকারের জ্বালানি মূল্যে নিশ্চয়তা। কমিটি আরও বলেছে, আগস্টে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ শতকরা ১১ ভাগে উঠতে পারে। এর আগের পূর্বাভাসে বলা হয়েছিল এই মুদ্রাস্ফীতি শতকরা ১৩ ভাগ ছাড়িয়ে যেতে পারে। 

অনেক বাণিজ্যিক ব্যাংক পূর্বাভাসে বলেছিল, মুদ্রাস্ফীতি শতকরা ২০ ভাগে উঠে যেতে পারে। কিন্তু ব্যাংক অব ইংল্যান্ডের ওই কমিটির পূর্বাভাস তার চেয়ে অনেক নিচে।  ওদিকে বিবিসি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক ফয়সাল ইসলাম লিখেছেন, ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়ানোর অব্যাহত ধারায় আছে। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, সুদের এই হার আর কতো পর্যন্ত বাড়বে। অর্থবাজারগুলোর পূর্বাভাস সুদের হার বৃদ্ধি পেয়ে শতকরা ৫ ভাগের কাছে চলে যেতে পারে। এটা হবে যুক্তরাষ্ট্র এবং ইউরো জোনের থেকেও বেশি। ফলে বৃটেনে উচ্চ মাত্রায় মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড ০.৭৫ ভাগ সুদের হার বাড়াবে বলে মনে করা হলেও তারা সেখান থেকে অনেকটা কমিয়ে সুদের হার বাড়ানো হয়েছে। যেমনটা বুধবার দিবাগত রাতে করেছে ইউএস ফেডারেল। এমন অবস্থায় বৈদেশিক বিনিময় বাজারগুলো দৃষ্টি রেখেছিল যে, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পথই অনুসরণ করে কিনা বৃটেন।  

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status