বিনোদন
অপুর ‘লাল শাড়ি’তে আজম খান
স্টাফ রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
অপু-জয় চলচ্চিত্রের প্রযোজনায় বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘লাল শাড়ি’তে অভিনয় করছেন ব্যস্ত অভিনেতা আজম খান। আগামী ১লা নভেম্বর থেকে মানিকগঞ্জে ছবিটির শুটিং শুরু হবে। ২০১৫ সালে চ্যানেল আইতে প্রচারিত এফ কিউ পিটারের ‘দ্য হিরো’ টেলিফিল্মে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান আজম খান। এরপর থেকে নিয়মিত কাজ করছেন নাটক, টেলিফিল্ম আর ধারাবাহিকে। ২০১৮ থেকে কাজ করছেন বিজ্ঞাপন আর সিনেমায়। রিয়েল এস্টেট, বীমা, পরিবহন, পোশাক, জুতো, মিল্ক, মোবাইল অপারেটর, ইলেকট্রনিকস, সিরামিক্স, ফার্মাসিউটিক্যাল, আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের বেশকিছু শীর্ষস্থানীয় ব্র্যান্ডের জন্য সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে মডেলিং করেছেন আজম খান। এ বছর আজম খান অভিনীত বেশকিছু চলচ্চিত্র রয়েছে মুক্তির মিছিলে। এরমধ্যে আছে রায়হান রাফির ‘দামাল’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গীপাড়ার দুঃসাহসী খোকা’, আবু সায়ীদের ‘সংযোগ’ এবং সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’। ‘লাল শাড়ি’তে অভিনয় প্রসঙ্গে আজম খান বলেন, এটি সরকারি অনুদানের একটি ছবি। খুব সুন্দর গল্প। আমার শুনেই ভালো লেগে গেছে। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। সবমিলিয়ে আশা করছি ভালো একটি সিনেমা হতে চলেছে ‘লাল শাড়ি’।