ঢাকা, ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

আগামীকাল থেকে আমেরিকায় ‘পরাণ’

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১:৩১ অপরাহ্ন

mzamin

দেশের দর্শকদের মুগ্ধ করে এবার আমেরিকার মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ও লাইভ টেকনোলজি প্রযোজিত ‘পরাণ’ সিনেমা। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায়  ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি সিনেমা হলে সিনেপ্রেমীরা উপভোগ করবেন সিনেমাটি। এরই মধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে।  ‘পরান’সিনেমাটি মুক্তি পায়। টানা দুই মাস প্রেক্ষাগৃহে সফলভাবে দর্শক ধরে রেখেছিল ছবিটি। ছবিটি দেখতে এখনও প্রেক্ষাগৃহে ছুটছেন দর্শক। এদিকে ‘পরান’ দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেন্সিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া,ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা,নর্থ ক্যারোলাইনা,ওহাইও,ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো,মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া’র প্রেক্ষাগৃহে। যুক্তরাষ্ট্রে ‘পরাণ’ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

বিজ্ঞাপন
ছবিটি নিয়ে আমরা দারুন আশাবাদী।  ছবিটির প্রযোজক ও লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘পরাণ’ দেশের প্রেক্ষাগৃহে এখনও চলছে। দেশের বাইরে থেকেও খুব ভালো সাড়া মিলছে। এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ছবিটি। আশা করছি সেখানকার দর্শকও ছবিটি উপভোগ করবেন। ছবিটিতে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

বিনোদন থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status