খেলা
নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেবেন শারমিন সালাম
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

স্বপ্ন ছুঁয়েছে বাংলাদেশ ফুটবল নারী দল। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপায় চুমু এঁকেছে সাবিনা-সানজিদারা। দেশের জন্য সম্মান বয়ে আনায় বাঘিনীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সহধর্মিণী শারমিন সালাম। এর আগে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বাফুফে সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান ভূঁইয়া মানিক।
আজ কাঠমান্ডু থেকে দেশে ফিরেছে সাফ বিজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড়রা। দুপুর সোয়া দুইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাঘিনীরা। প্রমীলা দলকে বরণ করে নিতে বাফুফে কর্মকর্তারা আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সেখানেই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন বাফুফে সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। এর আগে সমপরিমাণ অর্থ পুরস্কারের ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।