ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প

বেতনের দাবিতে কর্মীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার

বেতনের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ শ্রমিকরা গতকাল তেজগাঁও রেল স্টেশন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এ সময়ে বন্ধ থাকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ। নির্মাণ শ্রমিকরা অভিযোগ করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলে নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। আমরা নিজেরা জানি না কেন টাকা কেটে ফেলে। এ ছাড়া আমাদের নানাভাবে নির্যাতনও করা হয়। এই আন্দোলন থেকে আমাদের দাবি, যেন দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা হয়। এ ছাড়া প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হবে এবং কোনো টাকা কাটা যাবে না। দাবি না মানলে আমরা কাজে ফিরে যাবো না। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলছে, সকালে কাজে যোগ না দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকরা বলেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে তাদের বেতন পরিশোধ করার কথা।

বিজ্ঞাপন
তবে ২০শে সেপ্টেম্বর অতিবাহিত হলেও তারা বেতন পাননি। বেতন না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা। এদিকে নির্মাণ শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে গতকাল দুপুরের দিকে নির্মাণ শ্রমিকদের বেতন দেয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ নিতে জনপ্রতি ৩০ হাজার টাকা উৎকোচ দিয়েছি। এটা আমাদের দিতে বাধ্য করেছে চায়না কোম্পানি। তবে বিভিন্ন সময় নানা অজুহাতে শ্রমিকদের চাকরি চলে যাচ্ছে। ৮ ঘণ্টা কাজ করার কথা থাকলেও ১০ ঘণ্টার অধিক সময় কাজ করিয়ে নিচ্ছেন। কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না সংশ্লিষ্টরা। এ ছাড়া আমাদের ঠিকমতো খাওয়ার টাইম দেয়া হচ্ছে না। আমাদের ওপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে। এসব অন্যায় আর মেনে নেয়া হবে না। আমাদের ৬ দফা দাবি মেনে নিলে আমরা কাজে ফিরে যাবো। শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, শ্রমিকদের আন্দোলনের ঘটনাস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল। কোনো ধরনের সহিংসতা হয়নি। বেলা ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে শ্রমিকরা।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status