বিনোদন
আকবরের অবস্থার অবনতি
স্টাফ রিপোর্টার
২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গায়ক আকবর ভর্তি রয়েছেন। তার চিকিৎসায় ১৮ জন চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, আকবরের লিভারে (যকৃত) সমস্যা দেখা দিয়েছে। যার ফলে বুক, পেট ও শরীরের নানা জায়গায় প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন। এর আগে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, দুটো কিডনিই ড্যামেজ। ডায়ালাইসিস শুরু করতে হবে। কিন্তু শরীরের যে অবস্থা তাতে করে এখন ডায়ালাইসিস দেয়া সম্ভব না। ডায়াবেটিস বেড়েছে। ডাক্তার বলেছেন, এই মুহূর্তে ডায়ালাইসিস শুরু করলে স্ট্রোক হয়ে যেতে পারে। এদিকে বাবার ফেসবুকে আকবরের মেয়ে অথৈ লিখেছেন, আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন।