বিনোদন
‘পুষ্পা-টু’তে মালাইকা
বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটির গল্পের পাশাপাশি, গান ও বিশেষ করে সিনেমার আইটেম গানে সামান্থা ও আল্লুর রসায়নের প্রশংসা করেছেন সবাই। খুব শিগগিরই ‘পুষ্পা-টু’ সিনেমার শুটিং শুরু হবে। এবার আইটেম গানে দেখা যাবে ‘বলিউডের মুন্নি’ খ্যাত মালাইকা আরোরাকে। পরিচালক সুকুমার ‘পুষ্পা-টু’ সিনেমার আইটেম গানে মালাইকাকে নিতে চাইছেন। এ ব্যাপারে এ অভিনেত্রীকে প্রস্তাব দেয়া হয়েছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।