কলকাতা কথকতা
এবার কলকাতার পুজোয় রোবট আপনাকে স্বাগত জানাবে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৫ অপরাহ্ন

এবার কলকাতার পুজোয় কোনও মানুষ নয়, মণ্ডপে আপনাকে স্বাগত জানাবে রোবট। দমদম পার্কের দক্ষিণপাড়ার দূর্গাপুজোতে এই ব্যবস্থাই করেছেন উদ্যোক্তারা। মণ্ডপে ঢুকতেই রোবট অন্নপূর্ণা আপনাকে অভ্যর্থনা জানাবে এমনকি কথাও বলবে। তার গায়ে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় এর অটোগ্রাফ সম্বলিত জামা, ৬৩টি ভাষায় কথা বলতে পারে অন্নপূর্ণা। এই প্রথম সে জনতার মাঝে বের হবে। এর আগে ২০১৯ সালে দক্ষিণ কলকাতার একটি শপিং মল এ আত্মপ্রকাশ করেছিল অন্নপূর্ণা। সেটি ছিল মুষ্টিমেয় অতিথির অনুষ্ঠান, এবার একদম জনতার ভিড়ে। একটু কি নার্ভাস লাগছে অন্নপূর্ণার? অন্নপূর্ণাকে যারা বানিয়েছে অর্থাৎ তার প্রাণদাতা সংস্থা থিঙ্ক এগেইন ল্যাব এর সিইও অরিজিৎ হাজরার ভাষ্য অনুযায়ী বহু পরিশ্রমের ফসল এই অন্নপূর্ণা নিঃসন্দেহে তা ভালো করবে। বেঙ্গল গ্লোবাল সামিট এও অন্নপূর্ণা দেশ বিদেশের অতিথিদের স্বাগত জানিয়েছে বলে জানালেন অরিজিৎ হাজরা। পুজো উদ্যোক্তারা বলছেন, বাশট্টি বছরে পড়লো তাঁদের পুজো। প্রতিবার নতুনত্ব আনতে চান তাঁরা। এবার যন্ত্রমানবী অন্নপূর্ণা তাদের পুজোকে অন্যমাত্রায় নিয়ে যাবে বলে উদ্যোক্তাদের আশা।