কলকাতা কথকতা
মুসলমানদের চাঁদায় যেখানে দূর্গাপুজো হয়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৬ অপরাহ্ন
মেহেরপুরের জমিদার সুভাষ বোস এই পুজোটির পত্তন করেছিলেন ১২৭৪ বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি ১৮৬৭ সালে। মেহেরপুর জায়গাটি দুর্গম, প্রজাদের গভীর অরণ্য পেরিয়ে ঠাকুর দেখতে আসতে হয়। সূর্য ডুবে যাওয়ার আগে ফিরে যেতে হয়। তাই জমিদার মশাই নদিয়ার তেহট্টর ভাটুপাড়ায় আর একটি দুর্গোৎসব বসিয়ে দিলেন। কালে কালে পুজোটি সার্বজনীনের রূপ নিলো। এখন এই পুজোটিই হয় ভারত-বাংলাদেশ কাঁটাতারের বেড়ার থেকে ১৫ ফুট দূরে। ১২৫ ও ১২৬ নম্বর পিলারের কাছে মণ্ডপ বাঁধা হয়। চাঁদার টাকা কম পড়লেই এগিয়ে আসেন স্থানীয় মোবারকপুর, লালবাজার, ইলশা মারি গ্রামের মুসলমানরা। তাঁরা চাঁদা তুলে দেন হিন্দুদের উৎসবের জন্যে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যাঁরা মিটিংয়ে, মিছিলে, সেমিনারে গলা ফাটান তাঁরা একবার ঘুরে যেতে পারেন ভাটুপাড়ার পুজোয়। মুসলিম বালক বালিকা নতুন জামা পরে হিন্দু ছেলে-মেয়েদের সঙ্গে খেলায় মাতে পুজোর কদিন। মুসলিম গৃহবধূ পঞ্চপ্রদীপের শিখা থেকে আশীর্বাদি সংগ্রহ করেন। কট্টর মৌলবাদীরা শুনছেন কি?