ঢাকা, ২ অক্টোবর ২০২৩, সোমবার, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

শরীর ও মন

যদি মলদ্বার দিয়ে রক্ত পড়ে

ডা. মোহাম্মদ তানভীর জালাল
১১ সেপ্টেম্বর ২০২২, রবিবারmzamin

মলদ্বার বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া এটি একটি নির্দিষ্ট রোগ নয় বরং অন্য কোনো রোগের লক্ষণ বা উপসর্গ হতে পারে। তাই মলদ্বার দিয়ে রক্ত পড়লে তা  বিশেষভাবে খেয়াল রাখতে হবে।  মলদ্বার দিয়ে রক্তক্ষরণের  কারণে অনেক  রোগীকে বেশি হতাশাগ্রস্ত দেখা যায়। মূলত কোনো মারাত্মক রোগ হয়েছে কিনা তাই চিন্তার কারণ। অনেক সময় রক্ত পড়ার পর শুধু সময়ক্ষেপণ ও অবহেলার জন্য এটি ক্যান্সারের মতো জটিল রোগের কারণ হতে পারে।  

মলদ্বার দিয়ে রক্ত পড়লে যে রোগ হতে পারে পাইলস

  পাইলস হলে মলদ্বার দিয়ে রক্ত আসতে পারে। শুরুতে মলের সঙ্গে রক্ত ফোঁটায় ফোঁটায় পড়তে পারে। কিছুদিন পর মলদ্বার দিয়ে মাংসপিণ্ডের মতো বের হতে পারে এবং মলদ্বারে জ্বালা পোড়াও হতে পারে।  

এনাল ফিসার

 পায়ুপথে এনাল ফিসার হলে মলদ্বার ফেটে যায় এবং এ ক্ষেত্রে সেখান থেকে রক্ত আসতে পারে। এই সমস্যায় রক্ত পড়া ছাড়াও মলত্যাগের সময় ও পরে ব্যথা ও জ্বালা পোড়া হতে পারে।

বিজ্ঞাপন
 

রেক্টাল পলিপ

 এই সমস্যায় মলদ্বার বা পায়খানার রাস্তা দিয়ে টাটকা বা তাজা রক্ত যায়। মলদ্বারে গোটার মতো বের হতে পারে।  

রেক্টাম ক্যান্সার 

রেক্টাম ক্যান্সার মলদ্বারে রক্ত যাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম। এই রোগটিকে অনেকে শুরুতে পাইলস মনে করে অবহেলা করে জটিল করে তোলেন। ফলে পায়ুপথে জ্বালা পোড়া ও টাটকা রক্ত, মিউকাস যাওয়া ছাড়াও মলত্যাগের পর আরও মলত্যাগের ইচ্ছা থেকে যায়।  

রেক্টাল ফিস্টুলা 

পায়ুপথের ভেতরে অনেকগুলো গ্রন্থি থাকে। অনেক সময় এই গ্রন্থিতে সংক্রমণের কারণে মলদ্বারের পাশে ফোঁড়া হয়। এই ফোঁড়া একসময় ফেটে গিয়ে ফিস্টুলা হয়। এই রোগ হলে মলদ্বার বা পাশের অঞ্চল ফুলে যায়, জ্বালা করে, ব্যথা করে, পুঁজ বা রক্তও বের হতে পারে।  

রেক্টাল আলসার 

রেক্টামে যদি কোনো কারণে ক্ষত তৈরি হয় তার কারণেও মলদ্বার দিয়ে রক্ত আসতে পারে ও জ্বালা পোড়া করতে পারে।  

বেসিলারি ডিসেন্ট্রি

 এটি এক প্রকার আমাশয় যাকে আমরা রক্ত আমাশয় নামেই বেশি চিনি। এই সমস্যায় পেটের যন্ত্রণা এবং পায়খানা করার সময় রক্ত বের হয়ে থাকে।  

ক্রনস ডিজিজ

 এটি মূলত ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি এর একটি রূপ। এই রোগে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যেকোনো জায়গা আক্রান্ত হতে পারে। এই রোগে কেউ আক্রান্ত হলে মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে এবং জ্বালা পোড়া হতে পারে।  

আলসারেটিভ কোলাইটিস

 ডায়রিয়ার সঙ্গে রক্ত আমাশয় হলো আলসারেটিভ কোলাইটিসের প্রধান লক্ষণ। এ ছাড়াও ডাইভার্টিকুলার ডিজিজ, ইন্টাস সাসসেপশান, আঘাতজনিত কারণসহ আরও বিভিন্ন কারণে মলদ্বার দিয়ে রক্ত আসতে পারে।  

 

লেখক: সহযোগী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, কলোরেক্টাল, লেপারোস্কপিক ও জেনারেল সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেম্বার: একে কমপ্লেক্স, অগ্রণী ব্যাংক ভবন, গ্রিন রোড, ঢাকা। যোগাযোগ-০১৭১২৯৬৫০০৯।

শরীর ও মন থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status