ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ফারুকিকে ভিলেন বানিয়ে হিরো নাসিম

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

mzamin

পুঁজিটা ছিল মাত্র ১২৯ রানের। অল্প সংগ্রহ ডিফেন্ড করতে যেমন শুরুর প্রয়োজন তেমনটাই এনে দিয়েছিলেন ফজলহক ফারুকি। শুরুতেই সাজঘরে ফেরান বাবর আজমকে। ১৯তম ওভারে এসে দেন মাত্র ৪ রান। ওই ওভারে মোহাম্মদ নওয়াজ এবং খুশদিল শাহকে আউট করে ম্যাচটা আফগানিস্তানের হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি। কে জানতো এই ফারুকিই শেষ পর্যন্ত হয়ে যাবেন খলনায়ক!

শেষ ওভারে ১১ রান প্রয়োজন পাকিস্তানের। মাত্র একটি উইকেট তুলে নিতে পারলেই জয় নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের। আর বোলিংয়ে যখন ফারুকি, জয়ই দেখছিল আফগান সমর্থকরা।

নিজের প্রথম তিন ওভারে দুর্দান্ত বোলিং করা ফারুকি ২০তম ওভারের প্রথম বলটাই মারলেন ফুলটস। নাসিম শাহ সেটিকে পাঠালেন সীমানার বাইরে। ছক্কা! ৫ বলে ৫ রান প্রয়োজন পাকিস্তানের।

বিজ্ঞাপন
আরেকটি বাউন্ডারি হলেই কেল্লাফতে। নাসিম সুযোগ পেলেন। ফারুকির পরের বলটাও ফুলটস হলো। লং অফের উপর দিয়ে নাসিম হাঁকালেন ছক্কা। জিতে গেল পাকিস্তান। আর নায়ক থেকে খলনায়ক হয়ে গেলেন ফারুকি।

ভারতের বিপক্ষে চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয় নাসিম শাহর। আফগানিস্তানের বিপক্ষে  ৪ বলে ১৪* রানের ইনিংসটি ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়েই টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ। নাসিমের এই ছোট্ট ইনিংসটাই ৮ বছর পর পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে নিয়ে গেল। এদিন বল হাতেও দুর্দান্ত ছিলেন নাসিম। ৪ ওভারে  মাত্র ১৯ রানে নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর উইকেট।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status