ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ঢাকায় বঙ্গবন্ধু বাংলাদেশ ওপেন তায়কোয়ান্দো

স্পোর্টস রিপোর্টার
৩ মে ২০২৪, শুক্রবার

‘দ্বিতীয় বঙ্গবন্ধু বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। ১১-১৫ই সেপ্টেম্বর মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবেন ১২ দেশের তায়কোয়ান্দোকারা। গত বছর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গত বছরের চেয়ে এবার দল বেড়েছে দুটি। সোমবার আসন্ন টুর্নামেন্টের যাবতীয় বিষয় অবহিত করতে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপির সঙ্গে দেখা করেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নির্ধারিত সভায় মন্ত্রীকে আসন্ন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর পাশাপাশি স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জপদকের রেপ্লিকা তুলে দেন তারা। রানা বলেন, ‘দ্বিতীয় আসর বলেই বঙ্গবন্ধু বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দোর পরিধি বেড়েছে। তাই মিরপুর ইনডোরে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্টের যাবতীয় বিষয় সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেছি আমরা। আশাকরি প্রথম আসরের সেরার সাফল্য এবারও ধরে রাখতে পারবো আমরা।’ গত বছর অক্টোবরে বিকেএসপিতে অনুষ্ঠিত প্রথম আসরে ৩০টি স্বর্ণ, ২০টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ জিতে সেরা হয়েছিলেন স্বাগতিক তায়কোয়ান্দোকারা।

বিজ্ঞাপন
১৫টি স্বর্ণ, ১০টি রুপা ও ১১টি ব্রোঞ্জ জিতে নেপাল রানার্সআপ এবং আটটি স্বর্ণ, একটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে আট দেশের সাতশ’জন তায়কোয়ান্দোকা অংশ নিয়েছিলেন।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status