কলকাতা কথকতা
তৃণমূলের পঞ্চায়েত ভোটের কিক অফ বৃহস্পতিবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে কর্মীসভায় বক্তব্য রাখবেন মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ অপরাহ্ন

আগামী ফেব্রুয়ারিতে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস এখনই কাজে নেমে পড়ার সিদ্ধান্ত নিলো। আগামী বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মন্ডলের গ্রেপ্তারিতে তৃণমূল কর্মীদের ভেঙে যাওয়া মানসিকতাকে আবার জোড়া লাগাতে মমতার ভাষণ টনিক এর কাজ করবে এমনটাই অনুমান তৃণমূল নেতাদের।
মমতা সেদিনের ভাষণে দুর্নীতি করলে যে পঞ্চায়েতে টিকিট মিলবে না সেই কথা স্পষ্ট করে দেবেন। সাড়ে তেরো হাজার ব্লক স্তরের নেতা ও কর্মী সেদিন ইনডোর স্টেডিয়ামে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন এটিও স্পষ্ট করে দেবেন যে দুর্নীতি দেখলেই জেলে যেতে হবে তৃণমূল কর্মী, নেতাদের।