কলকাতা কথকতা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা ঘিরে সিজিও কমপ্লেক্স যেন নিশ্ছিদ্র দুর্গ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৮ অপরাহ্ন

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরাকে কেন্দ্র করে সল্ট লেকের সিজিও কমপ্লেক্স নিশ্ছিদ্র দুর্গের চেহারা নিয়েছে। কেন্দ্রীয় বাহিনী কার্যত ঘিরে ফেলেছে সিজিও কমপ্লেক্স। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের প্রটোকল অফিসাররা সিজিও কমপ্লেক্স পরিদর্শন করেন নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য। কয়লা কেলেঙ্কারিতে সিবিআই জেরা করবে অভিষেককে। তাদের অভিযোগ কয়লা থেকে ঘুরপথে পাওয়া টাকা অভিষেক বিদেশের ব্যাংকে গচ্ছিত রেখেছেন। এই অভিযোগে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে কয়েক দফায় জেরা করা হয়েছে। ৫ সেপ্টেম্বর তলব করা হয়েছে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে। তিনি অবশ্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ নিয়েছেন। আজ অভিষেককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তারা জেরা করে জানতে চাইবেন- তিনি কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কি-না, কত টাকা পেয়েছেন ইত্যাদি। দিল্লি থেকে কয়েকজন বিশেষ সিবিআই কর্তা কলকাতায় এসেছেন শুক্রবার সকালেই অভিষেককে জেরা করার জন্য। অভিষেককে জেরা করার সময় বাইরে যাতে কোনও অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় সেদিকেও কড়া নজর দেয়া হয়েছে।