কলকাতা কথকতা
এনসিআরবি রিপোর্ট-
কলকাতায় ধর্ষণ, দুর্ঘটনায় মৃত্যু ভারতের অন্য শহরের থেকে কম
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

ভারতের অন্য মেট্রোপলিটন শহরগুলোর তুলনায় কলকাতায় ধর্ষণের সংখ্যা অনেক কম। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। এনসিআরবি রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে কলকাতায় ধর্ষণের ঘটনা ঘটেছে ১১টি। যেখানে দিল্লিতে এই সংখ্যা এক হাজার ২৩২টি। মুম্বইয়ে ৩৬৬টি এবং বেঙ্গালুরুতে ১১৭টি। মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যাও বাংলায় কমেছে। ২০২০-এ যেখানে ৩৬ হাজার ৪৩৯টি কেস রেজিস্টার হয়েছিল সেখানে ২০২১-এ ৩৫ হাজার ৮৩৪টি কেস নথিভুক্ত হয়েছে। শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন বাবদ মামলায় দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইয়ের থেকে কলকাতা অনেক পিছিয়ে। দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ২০২১-এ কলকাতা নিরাপত্তার তকমা পেয়েছে। কলকাতায় মৃত্যু হয়েছে ২১১ জনের। সেই তুলনায় দিল্লিতে এক হাজার ১৭২ জনের, মুম্বইয়ে ৪৭২ জন, চেন্নাইয়ে ৯৯৮ জন ও বেঙ্গালুরুতে ৬৬৪ জনের মৃত্যু হয়েছে।