শিক্ষাঙ্গন
সাত কলেজের শিক্ষার্থী কমিয়ে আনার পরিকল্পনা
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২২, শুক্রবার, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৬ অপরাহ্ন

সেশনজট কমাতে এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাবি ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। শিক্ষার্থীর সংখ্যা একটি যৌক্তিক পর্যায়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিসি এই পরিকল্পনার কথা জানান। এর আগে তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সাত কলেজের বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ঢাবি ভিসি বলেন, সরকার যে পরিকল্পনা করে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেছিল, নানা সংকটে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। অবকাঠামো, শিক্ষক সংকটসহ নানা সমস্যায় কমেনি সেশনজট। এসব সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন প্রস্তাবনা দেয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন হলে অনেক সংকট কমে যাবে।
এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে পাঁচ হাজার ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৬ হাজার ৪৪০ জন ভর্তিচ্ছু।
উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
মন্তব্য করুন
শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন
শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত
১ম থেকে নবম পর্যন্ত ভর্তিতে লটারি/ মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন ২৪শে অক্টোবর থেকে শুরু

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]