বিনোদন
শিরোনামে লামিয়া
স্টাফ রিপোর্টার
২৬ আগস্ট ২০২২, শুক্রবার
কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে এখন আলোচনায় চলতি প্রজন্মের অভিনেত্রী লামিয়া লাম। নাটকটির তৃতীয় ও প্রচার চলতি চতুর্থ সিজনে এ অভিনেত্রীর অভিনয় এরইমধ্যে দর্শক প্রশংসিত হচ্ছে। আর এর মাধ্যমে অল্প সময়ের ক্যারিয়ারে বেশ দ্রুতই শিরোনামে উঠে এসেছেন লামিয়া। ২০১৭ সালে শোবিজে ক্যারিয়ার শুরু করেন তিনি। সেই সময় থেকে নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করে গেছেন। তবে তাকে আলোচনায় নিয়ে আসে ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটিতে শিমুল শর্মার বিপরীতে দেখা যাচ্ছে লামিয়াকে। এরইমধ্যে এই জুটিকে দর্শক লুফে নিয়েছে। তাদের সংলাপগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে। এদিকে ব্যাচেলর পয়েন্ট থেকে দর্শক সাড়া প্রসঙ্গে লামিয়া লাম বলেন, দর্শকদের সাড়ায় আমি সত্যিই মুগ্ধ। এতটা সাড়া পাবো ভাবিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ আমার ক্যারিয়ারের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। এজন্য আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ। আর সব থেকে বেশি কৃতজ্ঞ আমাদের পরিচালক কাজল আরেফিন অমি ভাইয়ের প্রতি। তিনি আমাদের অভিনয়ের এ টু জেড সব কিছু শিখিয়ে দেন। এছাড়া পুরো টিমের প্রতিও আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা খুব আনন্দ করে ‘ব্যাচেলর পয়েন্ট’র শুটিং করি। দর্শক সামনে আরও অনেক নতুন নতুন চমক পাবেন এ নাটকে। এদিকে নতুন একটি ধারাবাহিক ও খণ্ড নাটকেও দ্রুতই অভিনয় করবেন বলে জানালেন এই গ্ল্যামারার্স অভিনেত্রী।