কলকাতা কথকতা
কলকাতা ছাড়ার আগে অমিত শাহ জানিয়ে গেলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন নয়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৭ মে ২০২২, শনিবার, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন

শুক্রবার গভীর রাতে কলকাতা ছাড়ার আগে ওয়েস্ট ইন হোটেলে বঙ্গের বিজেপি নেতাদের ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়ে গেলেন, বিশাল ম্যানডেট নিয়ে আসা নির্বাচিত সরকারকে ফেলা যায় না। বঙ্গ বিজেপি রাষ্ট্রপতি শাসন জারির দাবি থেকে সরে এসে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করুক। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে দলের আইনজীবী সেল যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছিল সেই প্রসঙ্গেই অমিত শাহ এই কথা বলেন। দলের নেতাদের কাছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এর উদাহরণ তুলে ধরে বলেন, বাম আমলে মমতা দিদির ওপর কি নিদারুন অত্যাচার হয়েছে। তিনি রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করেছেন।
একসময়ে গুজরাট এ বিজেপিকে কি প্রবল বিরোধিতার সামনে পড়তে হয়েছিল তারও উল্লেখ করেন অমিত শাহ। তবে, ওয়েস্টইন হোটেলের সভাতেও বিজেপি তাদের ঐক্যর মুখ দেখাতে ব্যর্থ হয়। অমিত মালব্য তথাকথিত বর্তমান পদাধিকারীদের বিরুদ্ধ গোষ্ঠীর কাউকেই বলতে দেননি বলে অভিযোগ ওঠে। বিতর্কিত সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও বলতে দেয়া হয়নি।