দেশ বিদেশ
লন্ডনে বাঙালি পাড়ায় দুই মাসে তিন বাংলাদেশি খুন
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
৫ জুলাই ২০২৫, শনিবারলন্ডনে অধিক মাত্রায় বেড়েছে ‘নাইফ ক্রাইম’। প্রায় প্রতিদিনই রাজধানী লন্ডনের কোথাও না কোথাও ছুরিকাঘাতের শিকার হচ্ছেন কেউ না কেউ। পূর্ব লন্ডনেও একই ধরনের ঘটনা ঘটছে যেখানে সর্বোচ্চ বাংলাদেশিরা বসবাস করেন। এসব ‘নাইফ ক্রাইম’-এর মূলে রয়েছে মাদক, এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা। অনেক ক্ষেত্রে কিশোর গ্যাং-এর সদস্যরা এসব ঘটনায় জড়াচ্ছে। পূর্ব লন্ডনে বেড়েছে পারিবারিক সহিংসতার ঘটনাও। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আওতাধীন এলাকায় গত প্রায় দুই মাসে তিনটি খুন হয়েছে আর সবগুলোই পারিবারিক কলহকে কেন্দ্র করে। তিনটি খুনের ঘটনাই বাংলাদেশি পরিবারের মধ্যে। সবগুলোই ছুরিকাঘাতের ঘটনায় ঘটেছে। এর মধ্যে ভাইয়ের হাতে ভাই খুন। ছেলের হাতে মা খুন হয়েছেন।
৩০শে এপ্রিল পূর্ব লন্ডনের বো এলাকায় বৃটিশ বাংলাদেশি ১৭ বছর বয়সী ভাইয়ের হাতে ২২ বছর বয়সী আরেক ভাই হাসান হত্যার শিকার হন। এই ঘটনায় ১৭ বছর বয়সী কিশোরকে আটক করা হয়েছে। এরপর গত ২৬শে জুন বৃহস্পতিবার একমাত্র পুত্র সন্তানের হাতে বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। নিহত রাশিদা আক্তার শিউলীর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। এই হত্যার পর ২৭ বছর বয়সী যুবক লায়েককে আটক করা হয়েছে। এই হত্যা মামলা ক্রিমিনাল কোর্টে চলমান আছে। ছেলের হাতে মায়ের হত্যার পেছনে ছেলের মাদকাসক্তের ঘটনা রয়েছে বলে জানা গেছে। এদিকে ১লা জুলাই বেথনালগ্রীন পুলিশ স্টেশনের পাশেই একটি ভবন থেকে ছুরিকাঘাতের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করার ১ ঘণ্টার মধ্যে হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম প্রকাশ করা না হলেও তার বয়স ৪৭ বছর বলে জানা গেছে। এই ঘটনায় ৪৬ বছরের এক নারীকে আটক করা হয়েছে। এ ছাড়াও গত দুই মাসে প্রায় ডজন খানেক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।