ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

‘চরমোনাই পীরের কথাবার্তা আওয়ামী লীগের মতো হয়ে গেছে’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৫ জুলাই ২০২৫, শনিবার

 রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে চরমোনাই পীরের কথাবার্তা আওয়ামী লীগের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। সরওয়ার আলমগীর বলেন, সোহ্রাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের মহাসমাবেশে যে ভাষায় কথা বলা হয়েছে, সে ভাষায় আওয়ামী লীগ বিএনপি’র বিরুদ্ধে কথা বলতো। এসব কথা ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্র। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন। খালেদা জিয়া এ দেশের কোটি কোটি মুসলিম নাগরিকের প্রাণের নেত্রী। তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী ষড়যন্ত্র ঠেকিয়ে দেয়ার চূড়ান্ত কৌশল প্রয়োগ করে আপামর জনতার হৃদয়ের মণিকোঠায় স্থান করে আছে। ধর্মীয় লেবাস পরে তারা যদি বিএনপিকে কটাক্ষ করে, তাহলে তারা এই জাতির সঙ্গেই প্রতারণা করবে। কারণ আওয়ামী লীগ ইসলামী মূল্যবোধের রাজনীতির কবর দিয়েছিল। বিএনপি এই রাজনীতি সুপ্রতিষ্ঠিত করেছে। অতএব চরমোনাই পীরের বক্তব্য কৃতজ্ঞতাপূর্ণ হওয়া উচিত ছিল। বাগানবাজার ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন কৃষকদলের নেতা আবুল বশরের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন। অনুষ্ঠান উদ্বোধন করেন ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা- বিএনপি’র সদস্য মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, মহিউদ্দিন আজম তালুকদার প্রমুখ।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status