ঢাকা, ১১ জুন ২০২৩, রবিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

খেলা

১৬ বছর পর...

স্পোর্টস রিপোর্টার
১৯ আগস্ট ২০২২, শুক্রবারmzamin

২০০৬-২০০৭ এ প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর কেটে গেছে ১৬ বছর। এরমধ্যে টাইগাররা খেলেছে ১৩১টি কুড়ি ওভারের ম্যাচ। কিন্তু পরিসংখ্যান বলছে চার-ছক্কার এই খেলায় বড্ড পিছিয়ে বাংলাদেশ। সব মলিয়ে এখন পর্যন্ত ৪৫ জয়ের বিপরীতে এসেছে ৮৩ হার। এর মধ্যে শেষ দুই বছরে ৩৫ ম্যাচে জয় মাত্র ১৩টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন  আরো একবার অকপটে স্বীকার করে বললেন- আমরা টি-টোয়েন্টিতে ভালো দল না! সঙ্গে জানালেন এই ফরম্যাটে নতুন করেই সবকিছু শুরু করতে চান। গতকাল নাজমুল হাসান বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে ভালো দল না। তাই আমরা সম্পূর্ণ টি-টোয়েন্টির ভাবনা হঠাৎ করে বদলে ফেলতে চাই। দেখতে চাচ্ছি নতুন করে শুরু করা যায় কি না।

বিজ্ঞাপন
আমরা নতুন কিছু করতে চাই, সেটা যদি এশিয়া কাপ থেকে না শুরু করি, তাহলে বিশ্বকাপে আরও খারাপ হবে। সে জন্য মানসিকতা থেকে শুরু করে সবকিছুতে একটা নতুন চিন্তা করতে চাই।’ গতকাল হঠাৎ করেই মিরপুর শেরেবাংলা মাঠে হাজির হন নাজমুল হাসান পাপন। এশিয়া কাপের প্রস্তুতি নিতে গেল কয়েকদিন থেকে মাঠে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীমসহ বেশ কয়েকজন। তাদের অনুশীলন দেখতে ও মত বিনিময় করার জন্যই আসেন বিসিবি সভাপতি। হঠাৎ মাঠে আসা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ওরা (সাকিব-মুশফিক) অনুশীলন করছিল। ভাবলাম একটু ঘুরে আসি, দেখে নেই। সামনে  তো এশিয়া কাপ। যেই পরিমান খেলা, নন স্টপ। দম ফেলার সময় নেই। এর মধ্যে যে ছেলেদের উন্নতি করা দরকার, সেটা করবে কে? এটা নিয়ে আলাপ করেছি। হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারবো বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে।’
আগের চেয়ে আত্মবিশ্বাসী সাকিব 
নানা বিতর্ক সঙ্গে করেই ফের বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে সাকিবকে অধিনায়ক করার পরিকল্পনা বোর্ডের আগে থেকেই ছিল। তবে মাঝে বিপত্তি ডেকে আনেন সাকিব নিজেই, বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে লঙ্কাকাণ্ড বাঁধান তিনি। যার জের ধরে বিসিবি হুমকি পর্যন্ত দিয়েছিল, এই বিতর্কিত চুক্তি ছিন্ন না করলে দেশের ক্রিকেটের সঙ্গেই সম্পর্ক ছিন্ন হবে সাকিবের। তবে বাংলাদেশের পোস্টার বয় নিজের ভুল বুঝেছেন, ওই চুক্তি ছেড়ে এসেছেন। নিজেদের সেরা সম্পদকে অধিনায়কত্ব বুঝিয়ে দিয়ে বিসিবিও যেন খানিক স্বস্তিতে। আর এবারের সাকিবকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে নাজমুল হাসানের কাছে। তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটন দাসের সঙ্গে হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকাটা  জরুরি, মানে জিততে পারবো।’ 
পাওয়ার হিটিং শেখাচ্ছেন সিডন্সই
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ব্যর্থতার অন্যতম কারণের একটি পাওয়ার হিটিং ব্যাটারের অভাব। এই কারণে বেশ কিছু দিন থেকেই একজন পাওয়ার হিটিং কোচ খুঁজছিল বিসিবি। এর মধ্যে কয়েকজনের নামও এসেছে। তবে আপাতত জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকেই দেয়া হচ্ছে সেই সুযোগ। গেল কয়েক দিন ধরেই টাইগার ব্যটারদের নিয়ে পাওয়ার হিটিংয়ের কাজ করছিলেন তিনি। এ বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তো তখন জিমি (জিমি সিডন্স) বললো ওর নাকি এটাতে বিশেষত্ব আছে। আমরা দেখছি এই এশিয়া কাপটা না আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। ওইটা আরও চ্যালেঞ্জিং। কারণ, ওইটা অস্ট্রেলিয়ায়। ওইসব জায়গায় তো আমরা এমনিতেই স্ট্রাগল করি। সেটা মাথায় রেখে আমরা কাজ করছি। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কি না। ওটার জন্য তো আর বেশি সময় নেই। হঠৎ করে যে একজন কোচ এনে সব উন্নতি করে ফেলবো এটা ভাবা ঠিক হবে না।’ 
‘নিঃশ্বাস ফেলার সময় পাবে না ক্রিকেটাররা’
আইসিসির পরবর্তী চার বছরের এফটিপিতে (ফিউচার ট্যুর প্ল্যান) বাংলাদেশের ১৫০ ম্যাচের ব্যস্ততার ধকল। এ দিকে ইনজুরি ঠেকাতে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফটিপি ও চোট নিয়ে পাপন বলেন, ‘যে পরিমান খেলা, নন স্টপ। দম ফেলার সময় নেই। এর মধ্যে যে ছেলেদের উন্নতি করা দরকার, সেটা করবে কে? এটা নিয়ে আলাপ করেছি। চোট নিয়ে আলাপ করেছি। এত চোট হচ্ছে কেন। প্রতি সিরিজেই এত ক্রিকেটার চোটে পড়ছে, এটার জন্য কি করা যায়। ঠিক মত পরিকল্পনা করে কিভাবে এসবের সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status