ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

লেগ স্পিনারের আক্ষেপ পাপনের কণ্ঠেও

স্পোর্টস রিপোর্টার
১৯ আগস্ট ২০২২, শুক্রবার

রশিদ খান, আদিল রশিদ, শাদাব খান, অ্যাডাম জাম্পারা টি-টোয়েন্টিতে ব্যাটারদের আতঙ্কের নাম। এই লেগ স্পিনাররা একাদশে থাকলে প্রতিপক্ষে রূণকৌশলে আনতে হয় পরিবর্তন। এরপরও তাদের ক্ষমতা আছে যে কোন ম্যাচের মোর ঘুড়িয়ে দেয়ার। কিন্তু বাংলাদেশ দলে একজন লেগ স্পিনার যেন আক্ষেপের নাম। কয়েকজন লেগি আশা দেখিয়েও হারিয়ে গেছে। জুবায়ের হোসেন লিখন জাতীয় দলে সুযোগ পেয়ে ব্যাক্তিগত জীবনে উৎশৃঙ্খলতা দিয়ে হারিয়ে গেছেন। এরপর আমিনুল ইসলাম বিল্পব ও রিশাদ হোসেন বিসিবির কার্যক্রমে রয়েছেন। তাদের ছাড়াও আরও তরুণদের  মধ্য থেকে লেগ স্পিনরার খোঁ হচ্ছে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘লেগ স্পিনার আমাদের নেই। এটাতে আমরা আপনাদের সঙ্গে শতভাগ একমত।

বিজ্ঞাপন
এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করছি। এ মুহুর্তে আমরা লেগ স্পিনার স্কোয়াডে চেয়েছিলাম। যে দুজন আমাদের শর্ট লিস্টে ছিল তাদের একজন চোটে পড়েছে। আরেকজন বোলিং অ্যাকশন পরিবর্তন করায় সমস্যা হচ্ছে। সেজন্য এ মুহুর্তে আমরা পাচ্ছি না। কিন্তু এটা নিয়ে কাজ চলমান রয়েছে। এমনকি ছোট বাচ্চা, যাদের নিয়ে চিন্তা করার কথা না বোর্ডের তাদের নিয়েও চিন্তা-ভাবনা রয়েছে। কী করলে ওদের উন্নতি হবে সেটি নিয়ে।’
প্রায় প্রতিটি বিশ্বকাপ কাপ. এশিয়া কাপ ও দ্বি-পাক্ষিক সফরের আগে ও পরে লেগ স্পিনার নিয়ে আলোচনা হয়। এমনকি লেগ স্পিনারও না থাকার মাশুলও গুনতে হচ্ছে তা নিয়ে টাইগার ম্যানেজম্যান্টের আক্ষেপের শেষ নেই। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপের দল গঠনের সময় লেগ স্পিনার নিয়ে আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি জানান তাদের ভাবনায় যে দুজন লেগ স্পিনার আছেন তাদের একজন চোটে পড়েছেন, আরেকজন বোলিং অ্যাকশন পরিবর্তন করায় এ মুহূর্তে খেলার জন্য প্রস্তুত নেন।
এছাড়াও বিসিবি সভাপতি এশিয়া কাপের দল নিয়েও দেখছেন বড় চ্যালেঞ্জ। তামিম ইকবাল টি- টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। লিটন কুমার দাস ইনজুরিতে। নুরুল হাসান সোহানকে স্কোয়াডে নেওয়া হলেও তার খেলা অনিশ্চিত। আগামী ২২ আগস্ট এক্স-রের পরে বোঝা যাবে তার আঙুলের চোটের অবস্থা। এই তিন ক্রিকেটারের না থাকাটাকে বাড়তি চ্যালেঞ্জ মনে করা নাজমুল হাসান বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে যে, টি-টোয়েন্টিতে নিশ্চিত যারা দলে থাকতোই, এদের মধ্যে অনেকেই নেই। যে কাউকে যদি দল বানাতে দেওয়া হতো, আপনাদের দেওয়া হলেও নিশ্চয়ই লিটন দাস ও তামিম ওপেনিংয়ে থাকতো। এই দুজনই নেই, এটা বড় চ্যালেঞ্জ। আবার মিডল অর্ডারের শেষের দিকে ফিনিশিংয়ে কাউকে দরকার হলে স্বাভাবিকভাবেই মাথায় আসবে সোহান। এ ধরনের খেলোয়াড় এবার নেই। যোগ করেনে বিসিবি সভাপতি।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status