ঢাকা, ২৮ জুন ২০২৫, শনিবার, ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে লুট

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
২৮ জুন ২০২৫, শনিবার

আরটিভি’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শিপলু জামানের ব্যবসা প্রতিষ্ঠানে মেহেদি হাসান নামের এক যুবকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সে শহরের আনন্দবাগ গ্রামের রমজান আলীর ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝিনাইদহের কালীগঞ্জ শহরে সাংবাদিক শিপলু জামানের ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স লাইজু ফুয়েল এজেন্সিতে’ মেহেদি হাসান ও তার সঙ্গে অজ্ঞাত এক যুবক এসে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। সে সময় প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবক প্রতিষ্ঠানের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে ক্যাশ বাক্সে থাকা ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে সেখানে জনতার রোষানলে পড়লেও ধৃত মেহেদি পালিয়ে যেতে সক্ষম হয়। পালানোর সময় সে দাবি করে সে ছাত্রদল কর্মী এবং সে সবাইকে দেখে নেবে। এ ব্যাপারে মেসার্স লাইজু ফুয়েল এজেন্সির ম্যানেজার রাকিবুল ইসলাম জানান, অতর্কিত এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি। আমি টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে গালি দেয় ও মারধর করে ক্যাশ বাক্সে থাকা ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা তখন বাধা দিলে সে তাদের ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে হুমকি প্রদান করেন। ঘটনা জানার জন্য মেহেদি হাসানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status