ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ঠাকুরগাঁওয়ে জাপার প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১:০৯ অপরাহ্ন

mzamin

 ডিজেল পেট্রোল, সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্ব গতির প্রতিবাদে এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে প্রতিবাদ সভা করেছেন ঠাকুরগাঁও জাতীয় পার্টি। 

বুধবার (১৭ আগস্ট) বিকালে সদরের আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস বাজারে জাতীয় পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাভোকেট জুলফিকার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক। প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: রেজাউর রাজী স্বপ্ন চৌধুরী। এসময় ঠাকুরগাঁও জাতীয় পার্টির সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সালেকুল হক টুলু, সহ সাধারণ সম্পাদক মমতাজুল রহমান মন্তা, সিদ্দিকুর রহমান সিদ্দিক,  আতিকুর রহমান দুলাল, আবু রায়হান, আলমগীর হোসেন সহ জেলা, ইউনিয়ন জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রতিটি দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র মুনাফাখোর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজসে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্রমতার বাইরে চলে গেছে। সরকারের উচিত দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আনা। অন্যথায় আগামী নির্বাচনে বাংলার মানুষ এই সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে। 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status