ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

খারকিভে আবাসিক ভবনে মিসাইল, নিহত ৬

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন

mzamin

খারকিভ শহরের একটি আবাসিক ভবনে রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এই হামলাকে ‘ঘৃণ্য এবং নিষ্ঠুর’ বলে আখ্যায়িত করেছেন স্থানীয় গভর্নর ওলেগ সিনেহুবোভ। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, ওই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, বুধবার রাতের ওই মিসাইল হামলায় কয়েকটি ফ্ল্যাট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার এই হামলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি প্রমাণ করে আগ্রাসনকারীরা কত দুর্বল। টেলিগ্রাম অ্যাপে দেয়া এক বার্তায় তিনি বলেন, আমরা ক্ষমা করবো না, আমরা প্রতিশোধ নেবো। 

মেয়র ইগোর তেরেখোভ টেলিগ্রামে বলেন, এই হামলার কারণে খারকিভের একটি ভবনজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে জেলেনস্কির মিডিয়া টিম। সেই ফুটেজে একজনকে বলতে শোনা যায় যে, অনেক অনেক মানুষ এখনও ভেতরে আটকা পড়ে আছে।

বিজ্ঞাপন
সর্বশেষ

খবর অনুযায়ী ৬ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন গভর্নর।
ইউক্রেন আক্রমণের প্রথম দিকেই খারকিভকে টার্গেট করে রাশিয়া। সেসময় বেশ কিছু সফলতাও অর্জন করেছিল দেশটি। খারকিভের একাংশে সেনাও প্রবেশ করেছিল রাশিয়ার। তবে হঠাৎ করেই যুদ্ধের উদ্দেশ্যে পরিবর্তন করে মস্কো। শুধুমাত্র ডনবাস দখলের ঘোষণা দেয় তারা। তখন খারকিভের সেনা সরিয়ে এনে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা হয়।  যদিও খারকিভে বিমান ও মিসাইল হামলা অব্যাহত আছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status