ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ম্যানইউ কেনা নিয়ে মজা করেছিলেন ইলন মাস্ক

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
mzamin

আসলেই কি ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব কিনে নিতে চান তিনি? টুইটারে একজন ব্যবহারকারী বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্কের কাছে জানতে চান, ম্যানইউ কেনার ব্যাপারে তিনি সত্যিই আগ্রহী কি না। জবাবে স্পেসএক্স ও টেসলার সিইও লেখেন, ‘না, টুইটারে অনেকটা সময় ধরে চলতে থাকা একটি কৌতুক এটি। আমি কোনো ক্রীড়া দল কিনছি না।’
কিছু সময়ের জন্য ফুটবল বিশ্বকে ভাবিয়ে তুলেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনা নিয়ে টুইট করে বেশ আলোড়ন তুলেছিলেন তিনি, তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এ ধনকুবের জানিয়েছেন, ম্যানইউ কেনা নিয়ে যে টুইটটি তিনি করেছেন, তা আসলে রসিকতা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে করা টুইটে বুধবার মাস্ক লেখেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি। আপনাদের স্বাগতম।’
যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের মালিকানাধীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর বৃটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছিল, প্রায় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারে ক্লাবটি বিক্রি করতে প্রস্তুত গ্লেজাররা।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ শীর্ষ ফুটবল লীগের রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন। তিনবার জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপা। গতবার ইংলিশ প্রিমিয়ার লীগে ষষ্ঠ স্থান নিয়ে মৌসুম শেষ করে ম্যানচেস্টার ইউনাটেড। একারণে এবার চ্যাম্পিয়নস লীগে খেলতে পারছে না দলটি।

বিজ্ঞাপন
নতুন মৌসুমেও স্বস্তি নেই ম্যানইউ শিবিরে। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে শোভা পাচ্ছে ম্যানইউর নাম।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status