বিশ্বজমিন
ইসরাইলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে গ্রেপ্তার ২২
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

ইসরাইলের হামলার পর, ইরানের ক্বোম প্রদেশের গোয়েন্দা পুলিশের প্রধান জানিয়েছেন, জিয়োনিস্ট শাসনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এই তথ্য নিশ্চিত করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পরিচালিত ফারস জানিয়েছে— গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে জনমতে বিভ্রান্তি তৈরি ও অপরাধী রাষ্ট্র ইসরাইলকে সমর্থন করার অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের প্রকৃতি, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরিচয় কিংবা তারা কীভাবে ইসরাইলের সঙ্গে যুক্ত ছিলেন— এসব বিষয়ে ফারস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
পাঠকের মতামত
আমাদের সচিবালয়ে এরকম একটা দরকার