বিশ্বজমিন
গ্যাবার্ড বললেন বক্তব্য ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রকাশ্য ভর্ৎসনার পর এক বিবৃতি গোয়েন্দা সংস্থা প্রধান তুলসি গ্যাবার্ড বলেছেন, গণমাধ্যম তার বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। যদিও তিনিই মার্চ মাসে বলেছিলেন— ‘ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না।’ তবে সাম্প্রতিক বিবৃতিতে গ্যাবার্ড বলেন, পার্থক্য এই যে, ইরান চাইলেই কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তার মতে, এই সম্ভাবনাকে বন্ধ রাখাই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার নিজস্ব অবস্থানের মিল। গ্যাবার্ডের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়ার দ্বিধায় রয়েছেন এবং রিপাবলিকান শিবিরে ভেতরেই ব্যাপক মতপার্থক্য রয়েছে। গ্যাবার্ড ট্রাম্পপন্থি মেক আমেরিকা গ্রেট এগেই আন্দোলনের আইসোলেশনিস্ট (বিচ্ছিন্নতাবাদী) অংশের একজন মুখপাত্র, যুদ্ধবিরোধী অবস্থান ও যুক্তরাষ্ট্রের ‘বিদেশে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ’-এর বিরোধিতার জন্য পরিচিত। সূত্র অনুযায়ী, গ্যাবার্ডকে এই গুরুত্বপূর্ণ আলোচনার মূলধারার বাইরে সরিয়ে রাখা হয়েছে। তিনি প্রেসিডেন্টের ‘সরাসরি হামলা না-করার’ পথের প্রতি ইঙ্গিত দিলেও, হোয়াইট হাউস এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি।
পাঠকের মতামত
Definitely, Boss is always Right