বিশ্বজমিন
ইরানের সাহায্যের প্রয়োজন নেই, দরকার ইসরাইলের: লেবাননের পার্লামেন্ট স্পিকার
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ২:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ অপরাহ্ন

ইরানের কোনো সাহায্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ শিয়া রাজনীতিবিদ নাবিহ বেরি। তিনি বলেন, বরং ইসরাইলের সহায়তার প্রয়োজন। বৃহস্পতিবার দিবাগত রাতে লেবাননের স্থানীয় গণমাধ্যম এমটিভিকে এ কথা জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সঙ্গে যুক্ত হবে না লেবানন। নাবিহ বেরি বলেন, আমি ২০০ ভাগ নিশ্চিত যে লেবানন কোনো যুদ্ধে জড়াবে না। কারণ দেশটির এমন কোনো ইচ্ছা নেই এবং যুদ্ধে জড়ালে লেবাননকে অনেক চড়া মূল্য দিতে হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, চারিদিকে এখন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে লেবানন সমর্থন করবে কিনা এ নিয়ে চলছে নানা জল্পনা। এর মধ্যেই এমন মন্তব্য করলেন নাবিহ। বলেছেন, ইরানের আমাদেরকে প্রয়োজন নেই, বরং ইসরাইলেরই অন্যদের সমর্থন প্রয়োজন। উল্লেখ্য, নাবিহ বেরি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘনিষ্ঠ।