ঢাকা, ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

ইরানকে আলোচনায় ফেরাতে জেনেভায় বসছেন ইইউ মন্ত্রীরা

মানবজমিন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

আজ জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। তাদের লক্ষ্য— ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংকট প্রশমিত করা। সবকিছু পরিকল্পনামতো এগোলে, এটি হবে গত এক সপ্তাহ আগে ইসরাইল ইরানে হামলা চালানোর পর প্রথমবারের মতো তেহরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সরাসরি মুখোমুখি আলোচনা। এ বৈঠক ইউরোপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার ঘোষণায় জেনেভার আলোচনার গুরুত্ব আরও বেড়ে গেছে। ট্রাম্প বলেছেন, তিনি এখনও কূটনীতিকে একটি সুযোগ দিতে চান। সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি নতুন পরমাণু চুক্তির উদ্দেশ্যে নিজস্ব দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছিল। এর ফলে ইউরোপকে অনেকটা বাইরে ঠেলে দেয়া হয়। অথচ ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ইউরোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল— যেটি প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদেই বাতিল করেন। জেনেভার এই বৈঠকে ইউরোপীয় মন্ত্রীরা ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরতে উৎসাহিত করবেন বলে আশা করা হচ্ছে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status