বিশ্বজমিন
যুদ্ধ প্রস্তুতি: মার্কিন স্ট্রাইক গ্রুপে প্রস্তুত রাখা হচ্ছে দুই এয়ারক্রাফট ক্যারিয়ার
ব্র্যাড লেনডন, সিএনএন
(১ সপ্তাহ আগে) ১৮ জুন ২০২৫, বুধবার, ১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্যতা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ প্রস্তুত রাখা হচ্ছে। একটির নেতৃত্বে থাকবে ইউএসএস নিমিট। অন্যটির নেতৃত্বে ইউএসএস কার্ল ভিনসন। এর মধ্যে ইউএসএস নিমিটজ দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমা ছেড়ে সোমবার মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। এটি সেখানে ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে যুক্ত হবে, যা ইতিমধ্যে সাত মাস ধরে মোতায়েন অবস্থায় রয়েছে। তাহলে, একটি ইউএস নেভি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আসলে কী কী শক্তি নিয়ে আসে?
ক্যারিয়ার জাহাজ: নিমিটজ এবং ভিনসন— উভয়ই নিমিট শ্রেণির পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী জাহাজ। এর দৈর্ঘ্য প্রায় ১১০০ ফুট। ওজন প্রায় ১ লাখ টন। প্রতি জাহাজে ৫০০০-এর বেশি নৌসেনা কাজ করেন। ভিনসন জাহাজে থাকে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট।
উভয় জাহাজেই থাকে: এফ/এ-১৮ ফাইটার জেট, ইএ-১৮ ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট, ই-২ বিমান সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ প্লেন, হেলিকপ্টার ইউনিট।
সহযোগী যুদ্ধজাহাজ: গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারস এবং/অথবা গাইডেড-মিসাইল ক্রুজার। তাদের দায়িত্ব থাকে বিমান হামলা প্রতিরোধ এবং সাবমেরিন ধ্বংসে সহায়তা করা। এতে যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকে তা শত শত মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সাধারণত একটি ফাস্ট-অ্যাটাক সাবমেরিন গ্রুপের সঙ্গে যুক্ত থাকে টর্পেডো ও ক্রুজ মিসাইল সজ্জিত সাবমেরিন। তবে নৌবাহিনী সাবমেরিনের অবস্থান প্রকাশ করে না।
পাঠকের মতামত
যেখানে গোটা ইজরাইল হিম সিম খাচ্ছে সেখানে দুই ক্যারিয়ার কি করবে তার অনুমেয়।
ইসরাইল অন্যায় ভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে, তাদের ভুমি দখল করেছে। ইহুদী রাষ্ট্র ইসরাইল ছিল বাস্তুচ্যুত জাতি, তাদেরকে ফিলিস্তিনি মুসলমানেরা মানবিকতা দেখায়ে তাদেরকে ফিলিস্তিনিতে থাকতে দিয়েছে। আজ এই ইহুদী জাতি ফিলিস্তিনিদের ভুমি দখলে নিয়ে ইসরাইল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। ইহুদী জাতি বেইমান। তাদেরকে ইরান শাস্তি দিচ্ছে, এটা সঠিক সিদ্ধান্ত। মহান আল্লাহ ইরানের বিজয় তরান্তিত করুক। আমিন।
এখানে রাশা,চায়না এদের দায়িত্ব ট্রাম্প যেভাবে যে ভাষায় কথা বলছে তাদেরও একই ভাষায় ইরানের পক্ষে কথা বলা।
ইরান একা আর তোরা কতগুলো দেশ মিলে এই রানার সাথে লড়াই করছিস!
বিশ্ব দেখো আমেরিকার শক্তি, পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নাও, দ্রুত পাকিস্তানকে ধ্বংস করো।