বিশ্বজমিন
যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে ইরানই আগে হামলা করতে পারে: মাইকেল ওরেন
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৮ জুন ২০২৫, বুধবার, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ইসরাইলি সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন আশঙ্কা করেছেন, ইরান হয়তো যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ বা ঘাঁটিতে হামলা চালিয়ে আমেরিকাকে যুদ্ধে টেনে নিতে চাইবে। তিনি বলেন, হোয়াইট হাউসে এমন অনেকেই আছেন যারা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো দেখতে চান না। বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে তিনি বলেন, যদি ইরান প্রথমে যুক্তরাষ্ট্রকে আঘাত করে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়বে এবং তিনিও ইসরাইলের ওপর যুদ্ধ থামানোর জন্য চাপ প্রয়োগ করতে পারেন। ইরানিরা হয়তো এমনভাবেই চিন্তা করছে। এই সম্ভাবনাটাই আমাকে ভয় দেখাচ্ছে। তিনি আরও বলেন, ইসরাইলের উচিত তার হামলা অব্যাহত রাখা এবং এখন যুদ্ধবিরতির সময় নয়— যেমনটা যুক্তরাষ্ট্রের কিছু মহল থেকে প্রস্তাব আসছে। আমাদের থামানোর কথা কেউ কেন বলবে? ইরানকে বড় আকারে দুর্বল করার বিষয়টা কেউই কেন পছন্দ করবে না?