কলকাতা কথকতা
দক্ষিণ কলকাতাজুড়ে পোস্টার- তৃণমূলের নেতৃত্বে আসছেন অভিষেক!
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৭ আগস্ট ২০২২, বুধবার, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৮ অপরাহ্ন

ভবানীপুর, হাজরা, কালীঘাট এলাকায়, বস্তুত গোটা দক্ষিণ কলকাতাজুড়ে পোস্টার পড়েছে যে ৬ মাসের মধ্যে নতুন তৃণমূল আসছে। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পোস্টার কারা দিয়েছে। পোস্টারের সঙ্গে আশ্রিতা ও কলরব বলে দুটি সংগঠনের নাম থাকলেও এর পিছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছে তৃণমূলের অনেকেই। অনেকেই মনে করছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্কে ফাটল ধরানোর জন্যই এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা।

পোস্টারে বলা হয়েছে মানুষ যে রকম চায় তেমন তৃণমূলই গড়া হবে। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মন্ডলের ঘটনার পর মানুষ চায় দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল। সেদিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকেই আবার মনে করছে, ধোঁয়া যেখানে দেখা যাচ্ছে আগুন সেখানে আছেই।