বিশ্বজমিন
ভারতে বিমান বিধ্বস্তের দৃশ্য ভয়াবহ, মোদি-স্টারমারের সহানুভূতি প্রকাশ
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের দৃশ্য ভয়াবহ বলে অভিহিত করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। বিমানে থাকা যাত্রী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। বলেছেন, বেশ কয়েকজন বৃটিশ নাগরিক নিয়ে লন্ডনগামী ওই বিমান বিধ্বস্তের দৃশ্য অত্যন্ত ভয়াবহ। ঘটনাটি গভীর পর্যবেক্ষণে রেখেছে বৃটেনের সরকার। এদিকে এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদিও সমবেদনা জানিয়েছেন। এক্সের পোস্টে বলেছেন, বিমান বিধ্বস্তের এই ট্রাজিক ঘটনা আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে। এটা এমন হৃদয়বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করার মতো না। মোদি আরও বলেন, যারা ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের সঙ্গেই আছি। দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি। পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই নিউজকে জানিয়েছেন, বিমানটি ডাক্তারদের একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। তিনি বলেছেন, কয়েক মিনিটের মধ্যে পুলিশ, দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়েছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি।