বাংলারজমিন
বিয়ের ৩ মাস না যেতেই ঘুমন্ত স্ত্রীকে মাথা থেঁতলে হত্যা, স্বামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৭ আগস্ট ২০২২, বুধবারনারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের তিন মাস না যেতেই ঘুমন্ত স্ত্রীকে মসলা বাটার পুঁতা দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে স্বামী মো. রুবেল (৩০)। নিহতের নাম ফারজানা বেগম (২৮)। স্থানীয়রা ঘাতক স্বামী রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ফারজানা বেগম লক্ষ্মীপুর জেলার সদর থানার চর ভোতার মৃত নুর নবীর মেয়ে। ঘটনাটি ঘটেছে গতকাল ভোর পাঁচটায় ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায়। গ্রেপ্তারকৃত রুবেল লক্ষ্মীপুরের উত্তর চর মার্টিনের মো. হাসানের ছেলে ও ফতুল্লার পাগলা মধ্য রসুলপুরে হারুনুর রশিদের বাড়ির ভাড়াটিয়া। সে পেশায় বাসচালক। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানান, তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়। তারপর তারা পাগলা মধ্য রসুলপুরে ভাড়ায় বসবাস করতে শুরু করে। গত সোমবার নিহতের দুই ভাই পাগলাস্থ বোনের বাড়িতে বেড়াতে আসে। গতকাল ভোর পাঁচটার দিকে স্বামী রুবেল ঘুমিয়ে থাকা স্ত্রীর মাথায় ঘরে থাকা পুঁতা দিয়ে আঘাত করে। এ সময় স্ত্রী চিৎকার করে উঠলে তার ভাইসহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।