ঢাকা, ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

গ্রেটা থুনবার্গ হলেন কম বয়সী রাগী তরুণী: ট্রাম্প

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ৬:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

mzamin

গ্রেটা থুনবার্গকে অদ্ভুত, কম বয়সী ও রাগী বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এছাড়া ম্যাডলিন জাহাজে করে গাজায় ত্রাণ পৌঁছানোর গ্রেটার প্রচেষ্টারও নিন্দা করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি একজন অদ্ভুত মানুষ। তিনি একজন কম বয়সী রাগী তরুণী। এক্সে এক ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তবে আমি জানিনা তিনি আসলেই রাগান্বিত কিনা, বিশ্বাস করা কঠিন। যেখানে দেখা যায়, ইসরাইলি বাহিনীর হাতে আটকের পর সুইডেন সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন থুনবার্গ। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ইসরাইলি দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। তবে তার এমন অভিযোগ প্রত্যাখান করেছে তেল আবিব। এদিকে ট্রাম্প বলেছেন,  আমার মনে হয় গ্রেটার রাগ নিয়ন্ত্রণের ক্লাস করা উচিত। এটিই তার জন্য আমার প্রাথমিক পরামর্শ। উল্লেখ্য, ১১ জন সহকর্মীকে নিয়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশে রওনা দেন গ্রেটা থুনবার্গ। তবে সোমবার ইসরাইলি বাহিনী তাদেরকে আটক করে। 

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সোমবার ৪০ মিনিটের ফোনালাপ করেছেন ডনাল্ড ট্রাম্প। সেখানে ইসরাইল অন্য যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে আলোচনা করেছেন তিনি। তবে ওই ফোনালাপে থুনবার্গের বিষয়ে আলাপ করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু খোলাসা করেননি ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের তিরস্কার করেন থুনবার্গ। ওই ভিডিও ভাইরাল হলে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তার ওই ভাষণটি ট্রাম্পকে উদ্দেশ্য করে দেয়া হয় বলে জানা যায়। এদিকে এক পর্যায়ে থুনবার্গকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, তাকে দেখে একজন হাসিখুশি মেয়ে মনে হয়। তার সামনে উজ্জ্বল ভবিষ্যত। 

পাঠকের মতামত

A madman statement. I think Trump has mental health issue. We should offer him a seat in Pabna Mental Hospital.

Abu Yusuf Khan
১১ জুন ২০২৫, বুধবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

ইরানের আকাশসীমা দখলের দাবি ইসরাইলের/ ‘আকাশে যুদ্ধবিমান দেখা যাবে, তেহরান জ্বলবে’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status