খেলা
২০ মিনিট আটকে ছিলেন বাংলাদেশ দলের কোচ
স্পোর্টস রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ আল্ট্রাস সমর্থক গোষ্ঠীরা টিকিট না পাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তারা পর্যাপ্ত টিকিট পায়নি। আজ ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে জড়ো হন তারা। এতে করে বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরাকে বহনকারী গাড়ি আটকা পড়ে সেখানে। প্রায় ২০ মিনিট আটকা থাকার পর তার গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করতে পারে।
বাংলাদেশ দলের টিম বাস আগেই ঢুকে যায়। তাদের রীতিমতো রাজকীয়ভাবে এগিয়ে নিয়ে আসে আল্ট্রাস বাহিনী। তবে এরপর নিজেরা ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা আটকে দেন। এরপর গেটের সামনেই তারা নানা স্লোগান দিতে থাকেন। কেউ কেউ গেট বেয়ে উপরে উঠে যান। এসময় দ্রুত গেটের সামনে নিরাপত্তাকর্মী বাড়ানো হয়। এরপর হেড কোচ কাবরেরার গাড়ি আসলে সেটা তাদের জন্য ঢুকতে পারছিল না। নিরাপত্তা কর্মীরাও গেট খুলতে দ্বিধায় ছিল কারণ হেড কোচের গাড়ির সঙ্গে বিনা টিকিটে দর্শক ঢুকে যাওয়ার শঙ্কা ছিল।
এরপর বাফুফে মিডিয়া ম্যানেজার থেকে দলের ম্যানেজার কয়েক দফায় আল্ট্রাস বাহিনীর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে গেটের সামনে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী দিয়ে আল্ট্রাসবাহিনীকে একপাশে করে হেড কোচসহ আরও বেশ কয়েকটি গাড়ি ঢোকানো হয়।