বিশ্বজমিন
কিয়েভে বৃহৎ হামলা রাশিয়ার, নিহত ২
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

যুদ্ধকালীন সময়ের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্যতম বড় হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার শেষ রাতে শহরটির একাধিক স্থানে হামলা চালিয়েছে মস্কো। এতে ওডিশা নামক স্থানে কমপক্ষে ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে জনবহুল কোনো এলাকায় এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মঙ্গলবার ভোরের কিছু সময় আগে প্রকট শব্দে কেঁপে ওঠে গোটা কিয়েভ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলার স্থানগুলোতে তারা বিশাল ধোয়ার কুণ্ডলী দেখতে পেয়েছে। শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের অন্তত ১০টি এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন এমন চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন দিয়ে এ হামলা চালিয়েছে রাশিয়া। এর মাধ্যমে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ও বিশ্বের শান্তি আলোচনার প্রচেষ্টা ভূলুণ্ঠিত করছে মস্কো। অতিসত্বর মিত্রদের রাশিয়ার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অবিলম্বে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা। সম্প্রতি শান্তি আলোচনার জন্য দুই দফা আলোচনা করেছে মস্কো ও কিয়েভ। এছাড়া উভয় দেশই যুদ্ধবন্দি বিনিময়ে রাজি হয়েছে।