বিশ্বজমিন
কেরালা উপকূলে পণ্যবাহী জাহাজে আগুন, নিখোঁজ ৪
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা উপকূলে সিঙ্গাপুর পতাকাবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আগুন নেভানোর প্রচেষ্টায় যুক্ত হয়েছে ভারতের কোস্ট গার্ড। সোমবারের এই দুর্ঘটনায় জাহাজে থাকা ২২ ক্রু সদস্যের মধ্যে এখনও চারজন নিঁখোজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পণ্যবাহী ওই জাহাজটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে মুম্বাইয়ে যাচ্ছিল। কেরালা উপকূলে আসার পর জাহাজটির কন্টেইনারে আগুন ধরে যায় এবং তা ধীরে ধীরে গোটা নৌযানটিতে ছড়িয়ে পড়তে থাকে। জাহাজটির নাম এমভি ওয়ান হাই ৫০৩। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, এখন পর্যন্ত ১৮ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এদের মধ্যে বেশ কয়েকজনকে আহত অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। নিঁখোজ চার জনকে উদ্ধারের জন্য একটি বিশেষ দল পাঠিয়েছে সিঙ্গাপুর। জাহাজের বাঙ্কারে থাকা তেল সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়ার শঙ্কায় কেরালা উপকূলে সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিস।
মঙ্গলবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, জাহাজটির বিভিন্ন স্থানে এখনও আগুন জ্বলছে এবং গাড়ো কালো ধোয়ার কুণ্ডুলিতে ছেয়ে আছে এর চারপাশ। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ভারতীয় কোস্ট গার্ড। জাহাজটিতে এখনও আগুন ও বিস্ফোরণের শব্দ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তারা। জাহাজে মোট ২২ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে নিঁখোজ থাকা ক্রু সদস্যদের ২ জন সিঙ্গাপুরের ও একজন করে মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক। কেরালার বন্দর মন্ত্রী জানিয়েছে, জাহাজটিতে থাকা অন্তত ৫০টি কন্টেইনার সমুদ্রের পানিতে পড়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কন্টেইনারগুলো আগামী তিন দিনের মধ্যে উপকূলরেখার দিকে ভেসে যেতে পারে।