বিশ্বজমিন
গাজায় যুদ্ধ শেষ করতে নিজ দেশেই চাপের মুখে নেতানিয়াহু
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

দিন যতই গড়াচ্ছে চাপের মুখে পড়ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের অভ্যন্তরে তার পদত্যাগের দাবি প্রকট হচ্ছে। দেশটির বামপন্থী জোট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন নেতানিয়াহুর সরকার এখন আর বেশির ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে না। তারা অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রতিরক্ষা সংক্রান্ত একটি বিলও নেতানিয়াহুর সরকার পতনের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটির বিরোধী দল।
ইসরাইলের বামপন্থী নেতা ইয়ের গোলান সোমবার গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার এখন আর বেশিরভাগ ইসরাইলিদের প্রতিনিধিত্ব করে না। ইয়ের ইসরাইলের ডেমোক্রেট পার্টির নেতা এবং সাবেক সেনাপ্রধান। সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গত ২০ মাস যাবৎ গাজায় নেতানিয়াহুর সরকার যে যুদ্ধ চালিয়ে আসছে তা এখনই বন্ধ করা উচিত। ইসরাইলের সংসদে বামপন্থী জোটের একটি হচ্ছে গোলানের দল। যারা সংসদে ১২০ টি আসনের মধ্যে চারটি আসনের প্রতিনিধিত্ব করছে। পার্লামেন্টে তাদের অবস্থান ছোট হলেও দেশে বৃহৎ জোট গড়ে তুলতে তাদের গুরুত্ব অনেক বেশি। এ বিষয়টি নেতানিয়াহুর সঙ্গে তার সরকারের কট্টোর দলগুলোর মধ্যে উত্তেজনা তৈরি করেছে। যার মধ্যে হারেদি ধর্মীয় দল শাসও রয়েছে। আইন প্রণেতারা সতর্ক করেছেন যে, এই সপ্তাহে যদি কোনো চুক্তি না হয় তাহলে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হবে।
সূত্র: দ্য আরব উইকলি।