বিশ্বজমিন
যুক্তরাষ্ট্রের পুরো টিকা কমিটি বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এবং দীর্ঘদিন ধরে টিকা বিষয়ে সংশয় প্রকাশ করে আসা রবার্ট এফ কেনেডি জুনিয়র দেশটির গুরুত্বপূর্ণ টিকাসংক্রান্ত উপদেষ্টা কমিটির সব সদস্যকে একযোগে বরখাস্ত করেছেন। এই পদক্ষেপ স্বাস্থ্যমহলে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
সোমবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সম্পাদকীয়তে কেনেডি জানান, তিনি অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্রাকটিসেসের (এসিআইপি) ১৭ জন সদস্যকেই বরখাস্ত করছেন। এসিআইপি হচ্ছে সেই কমিটি, যারা যুক্তরাষ্ট্রের সরকারিভাবে অনুমোদিত টিকানীতির পরামর্শ দিয়ে থাকে। কেনেডির ভাষ্য অনুযায়ী, এই কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে জনগণের আস্থাকে ক্ষুণ্ন করেছেন। আমি চাই আমেরিকান জনগণ সবচেয়ে নিরাপদ টিকাগুলো পাক।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসিআইপি’কে সরিয়ে দেওয়া এক ধরনের অজ্ঞাত ও রাজনৈতিক সিদ্ধান্ত। কমিটির বেশিরভাগ সদস্যই যুক্তরাষ্ট্রের শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের চিকিৎসক ও গবেষক। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. ব্রুস স্কট বলেন, এই স্বচ্ছ প্রক্রিয়াটি বহু জীবন রক্ষা করেছে। এইরকম একতরফা পদক্ষেপ বর্তমান হাম প্রাদুর্ভাব এবং শিশুদের নিয়মিত টিকাদান হ্রাসের মধ্যেই পরিস্থিতি আরও খারাপ করে তুলবে। রিপাবলিকান সিনেটর এবং চিকিৎসক বিল ক্যাসিডি বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার সময় কেনেডি এসিআইপিতে কোনো পরিবর্তন আনা হবে না বলে আমাকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু এখন পুরো কমিটিকেই সরিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এখন ভয় হচ্ছে, নতুন কমিটিতে এমন লোকজন আসবে যাদের টিকার বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, কেবল সন্দেহই রয়েছে। কেনেডি বলেন, আমি কাউকে দুর্নীতিগ্রস্ত বলছি না। বরং তারা যা বিশ্বাস করেন, তাই অনুসরণ করেন। কিন্তু পুরো ব্যবস্থা একটি সংকীর্ণ, শিল্প-সমর্থিত দৃষ্টিভঙ্গির মধ্যে আটকে আছে, যা বিকল্প মতামতকে দমন করে। তিনি ১৯৯০ ও ২০০০ দশকের কিছু বিতর্কিত উদাহরণ টেনে বলেন, এসিআইপি-এর বেশিরভাগ সদস্য ফার্মা কোম্পানিগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পেয়েছেন। এই মুহূর্তে এসিআইপি-এর পরবর্তী সভা ২৫শে জুন নির্ধারিত রয়েছে। সেখানে কোভিড, ইনফ্লুয়েঞ্জা, মেনিনজোকক্কাল, আরএসভি এবং অন্যান্য রোগের জন্য টিকা সুপারিশের বিষয়ে ভোট হওয়ার কথা। কেনেডি এখনো ঘোষণা করেননি নতুন সদস্য কারা হবেন। স্বাস্থ্য ও জনসাধারণের নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলো গভীর উদ্বেগে রয়েছে। বিবিসি ইতিমধ্যেই স্বাস্থ্য ও মানবসম্পদ মন্ত্রণালয় এবং এসিআইপি-এর চেয়ার ড. হেলেন টালবটের কাছে মন্তব্য চেয়েছে।