বিশ্বজমিন
ধর্ষণচেষ্টা মামলাকে কেন্দ্র করে সহিংসতা, উত্তর আয়ারল্যান্ডে দাঙ্গা
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

উত্তর আয়ারল্যান্ডের বালিমিনা শহরে ১৪ বছরের দুই কিশোরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। তারা আদালতে হাজিরা দিতে গিয়ে রোমানিয়ান দোভাষীর প্রয়োজন হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে শহরজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রায় ২৫০০ মানুষ হ্যারিভিল এলাকায় জড়ো হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শনিবার সন্ধ্যায় ক্লোনাভন টেরেস এলাকায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ওই ঘটনার জেরে সোমবার সকালে কোলরেইন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় অভিযুক্ত দুই কিশোরকে। আদালতে তারা নিজেদের নাম ও বয়স জানাতে রোমানিয়ান দোভাষীর সহায়তা নেন। এই তথ্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। ওইদিন সন্ধ্যার দিকে শত শত মানুষ স্থানীয় এক পার্কে জড়ো হয় এবং পরে তারা ক্লোনাভন টেরেসের দিকে অগ্রসর হয়। সেখানে তারা ব্যারিকেড স্থাপন করে আগুন জ্বালায়। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল, পেট্রোল বোমা এবং রঙিন পেইন্ট ছোড়া হয় পুলিশের দিকে। মুখোশধারী কিশোরদের বিরুদ্ধে স্থানীয় বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পুলিশের গাড়ির একটি জানালাও ভেঙে ফেলা হয়।
অভিযুক্ত দুই কিশোর মুখোমুখি হাজির না হয়ে ভিডিওলিঙ্কের মাধ্যমে আদালতে হাজির হয় উইডল্যান্ডস জুভেনাইল সেন্টার থেকে। তারা উভয়ে ধূসর ট্র্যাকস্যুট পরে ছিল এবং একসঙ্গে বসা ছিল। তারা অভিযোগ অস্বীকার করেছে। তাদের কোনো জামিনের আবেদন করা হয়নি। আগামী ২রা জুলাই বালিমিনা ম্যাজিস্ট্রেট আদালতে আবার হাজির করা হবে তাদেরকে। ততদিন পর্যন্ত নিরাপত্তা হেফাজতে রাখা হবে।

পুলিশ সার্ভিস অব নর্দার্ন আয়ারল্যান্ড জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জনসাধারণকে ক্লোনাভন রোড এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। চিফ সুপারিনটেনডেন্ট সু স্টিন বলেন, আমরা সবাইকে শান্ত থাকার এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই। সহিংসতা ও বিশৃঙ্খল পরিস্থিতিকে আরও খারাপ করবে এবং মানুষকে ঝুঁকির মধ্যে ফেলবে। আমাদের প্রধান লক্ষ্য হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী পুরো রাত এলাকায় উপস্থিত থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এ ঘটনার পর উত্তর আয়ারল্যান্ডে অভিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে অভিযুক্তদের রোমানিয়ান পরিচয়কে ঘিরে বর্ণবিদ্বেষী মন্তব্য ও উত্তেজনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় নেতৃত্ব বারবার আহ্বান জানাচ্ছেন যাতে ঘটনাটিকে ঘিরে বর্ণবিদ্বেষ ও সহিংস উসকানিতে কেউ না জড়ায় এবং বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত শান্তি বজায় থাকে।