বিশ্বজমিন
ম্যাডলিনের অধিকারকর্মীদের ফেরত পাঠাচ্ছে ইসরাইল
গাজায় সহায়তা কেন্দ্রের কাছে গুলিতে নিহত ১০
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১২ অপরাহ্ন

গাজায় মানবিক সাহায্য দিতে এসে ইসরাইলের হাতে আটক অধিকারকর্মীদের ফেরত পাঠানো হচ্ছে। তাদের ফ্লোটিলা ম্যাডলিন জাহাজের গতি জলদস্যুদের মতো পরিবর্তন করে ইসরাইলের দিকে নিয়ে যাওয়া হয়। ওই জাহাজে ছিলেন সুপরিচিত সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থানবার্গ। তাকে নিয়ে উপহাস করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গ্রেটা থানবার্গ গাজার বিপর্যয়ে সচেতনতা বাড়ানোর যে প্রচেষ্টা চালিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইসরাইলের আগে থেকেই অনেক সমস্যা আছে। গ্রেটা থানবার্গকে অপহরণ করার দরকার নেই তাদের। গ্রেটা থানবার্গের উল্লেখ করে তিনি বলেন, সে একজন তরুণী, একজন ক্ষুব্ধ নারী। আমি মনে করি তার রাগের চিকিৎসা দরকার। সেটা প্রশমন করা যায় কিভাবে তা জানার জন্য তাকে ম্যানেজমেন্ট ক্লাস করা উচিত। এ খবর দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, গাজাগামী মানবিক সহায়তা নৌযান ‘সেলফি ইয়ট’ থেকে আটক আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা মঙ্গলবার ইসরাইল ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেলফি ইয়টের যাত্রীরা বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছেছেন দেশে ফেরার জন্য। যারা বহিষ্কারপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করছেন, তাদের আদালতের সামনে হাজির করা হবে।
ওদিকে, ইসরাইল গত তিন সপ্তাহ আগে অবরোধ কিছুটা শিথিল করার পর জাতিসংঘ মাত্র ৪,৬০০ টন ময়দা গাজায় প্রবেশ করাতে পেরেছে। তবে এর বেশিরভাগই নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই ক্ষুধার্ত মানুষ বা বিভিন্ন গোষ্ঠী লুট করেছে বলে জানিয়েছেন জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক। জাতিসংঘের হিসেব অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিটি পরিবারকে অন্তত এক ব্যাগ করে ময়দা দিতে ৮,০০০-১০,০০০ টন ময়দা প্রয়োজন।
ইরান আলোচনায় জড়িত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা থেকে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় ইরান ভূমিকা পালন করছে। তিনি বলেন, ইসরাইল, হামাস এবং আমাদের মধ্যে গাজা নিয়ে বড় ধরনের আলোচনা চলছে, যার সঙ্গে ইরানও জড়িত। আমরা চাই জিম্মিরা ফিরে আসুক। তবে ট্রাম্প এই আলোচনায় ইরানের ভূমিকা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
গাজায় খাদ্য কেন্দ্রে গুলিতে নিহত ১০: সিভিল ডিফেন্স
গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, সোমবার রাফা’তে সহায়তা কেন্দ্রের কাছে খাবার সংগ্রহ করতে যাওয়া মানুষদের ওপর ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। ইসরাইলি বাহিনী জানিয়েছে, তাদের সেনাদের কাছে যাওয়ার চেষ্টা করলে হুমকি বিবেচনায় তারা সতর্কতামূলক গুলি চালায়।
গাজার মানবিক সহায়তা আটকে রাখা লজ্জাজনক: ম্যাক্রন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সোমবার গাজার মানবিক অবরোধকে একটি কেলেঙ্কারি এবং লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি এবং সহায়তা সরবরাহের পথ উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ফ্রান্স সবসময় নিজের নাগরিকদের পাশে থাকে। ম্যাক্রন বিশেষভাবে আহ্বান জানান, ‘ম্যাডলিন’ বোটে থাকা ছয় ফরাসি নাগরিককে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে।
এর আগে গাজাগামী সাহায্যবাহী বৃটিশ পতাকাবাহী নৌযান ‘ম্যাডলিন’, যাতে ১২ জন মানবাধিকার কর্মী ছিলেন, সোমবার রাতে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরাইলি নৌবাহিনী। পরে সেটিকে ইসরাইলের আশদোড বন্দরে নিয়ে যাওয়া হয়।