কলকাতা কথকতা
সৌরভের বাড়িতে নৈশভোজ অমিত শাহের, মমতার পরামর্শ দই-মিষ্টি খাওয়ানোর
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৬ মে ২০২২, শুক্রবার, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন

আজ প্রাক্তন ভারত ক্রিকেট দলের অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এর বাড়িতে নৈশভোজ সারতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিক্টোরিয়া মেমোরিয়াল এর অনুষ্ঠান শেষে তিনি সৌরভ এর বাড়িতে যেতে পারেন। বেহালার এসএনরায় রোডে সৌরভদের মঙ্গলচন্ডী ভবনে আয়োজন শুরু হয়েছে। এসপিজি সদস্যরা এসএনরায় রোডে গিয়ে অবস্থা দেখেও এসেছেন। সব শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছেন অমিত শাহকে বাংলার দই-মিষ্টি খাওয়ানোর জন্য। তিনি বলেছেন, বাংলার সংস্কৃতি হল- অতিথি দেব ভব- কেউ বাড়িতে খেতে এলে তো আপত্তি করার প্রশ্নই ওঠে না।
অমিত শাহ এর সৌরভ এর বাড়িতে যাওয়ার বিষয়টিকে মুখ্যমন্ত্রী একেবারেই যে রাজনৈতিক গুরুত্ব দিচ্ছেন না তা বোঝা যায় তাঁর কথায়। উল্লেখ্য, অমিত শাহ এর সঙ্গে সৌরভের ব্যাক্তিগত সম্পর্ক অনেক দিনের। অমিত পুত্র জয় শাহ ক্রিকেট বোর্ডের সচিব। দুজনের মধ্যে সম্পর্কও নিবিড়। এই অবস্থায় অনেকেই সৌরভ এর বাড়িতে অমিত শাহ এর যাওয়ায় কোনও রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেতে নারাজ।