ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত ফ্লাইট

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৬ অপরাহ্ন

mzamin

স্বল্প যাত্রার উড়ান নিয়ে রীতিমতো বিস্মিত নেটিজেনরা। জানেন বিশ্বের কোথায় রয়েছে এই স্বল্প যাত্রার উড়ান পরিষেবা? ছোট একটি বিমান কয়েকশ মিটারের এই পথ অতিক্রম করে। স্কটল্যান্ডের অর্কনে দ্বীপপুঞ্জের মধ্যে চলাচল করে এই উড়ান। পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রের দ্বীপের মধ্যে এই উড়ান চলে। নোয়েল ফিলিপস নামের এক ট্রাভেল ব্লগার স্বল্প দৈর্ঘ্যের বিমানযাত্রার বিষয়টি সামনে এনেছেন। দিনে ২ বার এই পথে যাতায়াত করে বিমান। সাধারণত নিত্যযাত্রী এবং পর্যটকরা এই বিমানে যাতায়াত করে। নৌকায় যাতায়াত করলে ওই পথ যেতে সময় লাগে ২০ মিনিট। বিমানে মাত্র ১মিনিটেই সেই পথ যাওয়া যায়। যদিও এর জন্য খরচ করতে হয় ১৭ ইউরো।

বিজ্ঞাপন
বিমানের একটি কেবিনে ৮ জন যাত্রী যেতে পারেন। তবে বিমানের মধ্যে কোনো ইনফ্লাইট সুবিধা নেই। তবুও এই ফ্লাইটের বিশেষ আকর্ষণ হলো স্বল্পদৈর্ঘ্যের যাত্রা। ভিডিয়ো আপলোড করার পর থেকে ইতিমধ্যেই তা দেখা হয়েছে ২০ লক্ষ বারেরও বেশি। নেটিজেনরাও এই স্বল্প দৈর্ঘ্যের যাত্রাপথের ব্যাপারে জানতে পেরে উচ্ছ্বসিত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ততম বিমান পরিষেবার তকমা  পেয়েছে এটি।  সারা বছর ধরে ৮০ বা তার বেশি লোকের জন্য এই বিমান পরিষেবা একটি লাইফলাইননের মতো। গ্রীষ্মে পর্যটকদের সমাগম হয় স্কটল্যান্ডের অর্কনে দ্বীপে। বেশিরভাগই ডে-ট্রিপার, প্লেন যাত্রার অভিজ্ঞতা পেতে অনেকেই এখানে ছুটে আসেন। এভিয়েশন অনুরাগীদের কাছেও এই বিমান যাত্রা বেশ আনন্দের।  

সূত্র :  সিএনএন
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

গুম-খুন-কারা নির্যাতিত বিএনপি নেতাদের স্বজনদের আহাজারি/ বাঁচার অধিকার না থাকলে সবাইকে একসাথে মেরে ফেলুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status