বিশ্বজমিন
শ্রীলঙ্কায় ৬ আন্তর্জাতিক সংগঠন, ৩১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২২, সোমবার, ৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩০ পূর্বাহ্ন

গ্লোবাল তামিল ফোরাম (জিটিএফ) সহ তামিলদের ৬টি আন্তর্জাতিক সংগঠন ও ৩১৭ জন ব্যক্তির বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। এ বছর নিষিদ্ধের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৫৫ জন ব্যক্তি এবং তিনটি সংগঠন। এ বছর ২৮শে জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল অবসরপ্রাপ্ত কামাল গুনারত্নের ইস্যু করা গেজেট নোটিফিকেশন অনুযায়ী যেসব সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তারা হলো গ্লোবাল তামিল ফোরাম (জিটিএফ), অস্ট্রেলিয়ান তামিল কংগ্রেস (এটিসি), ওয়ার্ল্ড তামিল কোঅর্ডিনেটিং কমিটি (ডব্লিউসিসি), তামিল ইলম পিপলস এসেম্বলি (টিইপিএ), বৃটিশ তামিল ফোরাম (বিটিএফ) এবং কানাডিয়ান তামিল কংগ্রেস (সিটিসি)। অন্যদিকে ১৮টি এনটিটি’কে নিষিদ্ধের তালিকায় নেয়া হয়েছে। এ সময়ে ৫৭৭ জনের ভেতর থেকে ৩১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এই তালিকায় রয়েছেন জিটিএফ মুখপাত্র সুরেন সুরেন্দিরানা। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তামিলদের সংগঠনসহ ১৫টি এনটিটির বিরুদ্ধে। এর মধ্যে আছে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই), তামিল রিহ্যাবিলিটেশন অর্গানাইজেশন (টিআরও), ট্রান্সন্যাশনাল গভর্নমেন্ট অব তামিল ইলম (টিজিটিই), ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) এবং সেভ দ্য পার্ল।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]